• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণা ছাড়াও এক ছেলে রয়েছে শ্যামার! টিআরপি তুলতে কৃষ্ণকলি সিরিয়ালে নতুন টুইস্ট

বাংলা সিরিয়ালের মধ্যে কৃষ্ণকলি (Krishnakoli) দীর্ঘদিন ধরেই মানুষের মন জয় করে আসছে। কৃষ্ণভক্ত এক মেয়ে শ্যামার কাহিনী নিয়ে ২০১৮ সালে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকেই বাকি সিরিয়ালের ভিড়ে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছে কৃষ্ণকলি। আজ ৩ বছরেও নিজের জনপ্রিয়তা অম্লান রেখেছে শ্যামা ও নিখিল। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যেই থাকে কৃষ্ণকলি। দীর্ঘদিন ধরে চলে আসা সিরিয়ালে অনেক নতুন চরিত্র থেকে শুরু করে অনেক নতুন মোড় এসেছে। তবে আজও কৃষ্ণকলির শ্যামার জন্য মানুষের ভালোবাসা একই রয়ে গেছে।

শ্যামা ও নিখিল মাঝে দীর্ঘদিন আলাদা ছিল, তারপর তাদের পুনরায় মিলন হয়। শ্যামাকে যখন নিখিল ফিরে পায় তখন তার স্মৃতি হারিয়ে গিয়েছিল, আর সাথে ছিল মেয়ে কৃষ্ণা। নিখিলের আপ্রাণ চেষ্টায় স্মৃতি ফেরে শ্যামার। এরপর মেয়ে কৃষ্ণা আর স্ত্রী শ্যামাকে নিয়ে বেশ কিছুদিন সুখেই কেটেছিল নিখিলের। কিন্তু শান্তি যেন ক্ষণস্থায়ী শ্যামা ও নিখিলের জীবনে। একেরপর এক বাধা বিপত্তি আসতেই থাকে তাদের জীবনে।

   

krishnakoli

কিছুদিন আগেই শ্যামার মেয়ে কৃষ্ণা ও অনিরুদ্ধের বিয়ে হয়েছে। দুজনেই একেঅপরকে ভালোবাসতো আর সেই প্রেম থেকেই বিয়ে। কৃষ্ণার শশুড়বাড়ির তরফে তাকে নানা ধরণের অত্যাচার করা হত। এমনকি যে গান কৃষ্ণার জীবন সেটাই কেড়ে নিতে চেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত নিজের গান আর সংসার দুটোই উদ্ধার করেছে কৃষ্ণা তার মা শ্যামার সাহায্যে। সিরিয়ালের এই কাহিনীর জেরেই শেষ টিআরপি রিপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে কৃষ্ণকলি।

krishnakoli shyama

তবে এবার সিরিয়ালে এক নতুন চমক দেখতে পাওয়া গেল। শ্যামা হটাৎই জানতে  পেরেছে যে কৃষ্ণা ছাড়াও আরেক ছেলে রয়েছে তার। কৃষ্ণা ও সেই ছেলেকে একসাথেই জন্মদিয়েছিল শ্যামা। ছেলেটিই শ্যামার প্রথম সন্তান, তারপর কৃষ্ণার জন্ম হয়েছিল। কিন্তু বেনারসে যে চাচির কাছে শ্যামা থাকত সে টাকার লোভে শ্যামার ছেলেকে বিক্রি করে দিয়েছিল। সেই সময়কার শ্যামার পুরোনো সমস্ত স্মৃতি লোপ পেয়েছে তাই ছেলের কথা একেবারেই মনে নেই শ্যামার।

krishnakoli shyama

বেনারসের চাচি নিজের শেষ জীবনে এই পাপের কারণে অনুতপ্ত। তাই নিজেই শ্যামাকে তার ছেলের কথা জানাচ্ছে। এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়েছে শ্যামার ওপর। ছেলে আছে শ্যামার অথচ সে কথা এতদিন জানতেই পারেনি সে। ছেলের জন্য ইতিমধ্যেই অস্থির হয়ে পড়েছে শ্যামা। এদিকে চাচির থেকে যেমনটা জানতে পেরেছে বর্তমানে খারাপ কাজের সাথে যুক্ত হয়েছে শ্যামার ছেলে। এবার সেই ছেলেকে খোঁজার কাহিনীই হয়তো দেখা যাবে সিরিয়ালে। কিন্তু এপর্যন্ত সেই ছেলের নাম পর্যন্ত জানা যায়নি। এখন কিভাবে ছেলেকে ফায়ার পাবে শ্যামা সেটাই দেখার।

site