বলিউডের সেলেব্রিটি কাপলদের (Bollywood Couple) মধ্যে অন্যতম জুটি অজয় দেবগন (Ajay Debgan) ও কাজল (Kajol)। দু দশকের বেশি সময় ধরে একেঅপরের সাথে বিবাহিত তাঁরা। বলিউডের একাধিক সেলেব্রিটি কাপলদের মধ্যে বিচ্ছেদ ও সম্পর্কের বনিবনা না হলেও কাজল ও অজয় কিন্তু একত্রেই রয়েছেন। বাকি অভিনেতা অভিনেত্রীদের থেকে অনেকটাই আলাদা এই জুটি। তাই কাজল ও অজয় দেবগনের দাম্পত্য জীবনে হয়তো সেভাবে কোনো সমস্যা হয়নি।
একবার সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন যে অজয় দেবগণ একেবারেই তার স্বভাবের বিপরীত। কাজল অনেকটা প্রাণবন্ত কথা বলতে আর মজা করতে ভালোবাসেন। অন্যদিকে অজয় দেবগণ বেশ খানিকটা গম্ভীর প্রকৃতির। তবে বলিউডে সেলেব্রিটিদের প্রেম কাহিনী বরাবরই আকৃষ্ট করেছে নেটিজেনদের। তেমনি অজয় ও কাজলের প্রেমের কাহিনীও অনেকেই জানতে চান। আজ আপনাদের সেই প্রেমকাহিনীই জানাবো।
সালটা ছিল ১৯৯৫ সেই সময় ‘হলচল’ ছবির শুটিং চলছিল। ছবিতে অভিনেতা হিসাবে অজয় দেবগণ ও অভিনেত্রী কাজল কাজ করছিলেন। আর সেই ছবিটি শুটিং সেটেই প্রথম দেখা হয়েছিল অজয় ও কাজলের। আগেই বলেছি দুজনের স্বভাব ছিল একেবারেই বিপরীত প্রকৃতির। সেই কারণে দুজনের মধ্যে খুব একটা কথোপকথন হয়নি। এমনকি কাজলের কথা বলা থেকে শুরু করে কিছু স্বভাব নাকি বিরক্তিকর বলে মনে হয়েছিল অজয় দেবগণের।
এক সাক্ষাৎকারে অজয় কাজলকে বিরক্তিকর ও অভদ্র বলেছিলেন। সাথে তার সাথে দ্বিতীয়বার দেখার ইচ্ছাও প্রকাশ করেননি। তবে কাজল কিন্তু অভিনয়ের সময়ই অজয় দেবগণের মধ্যে নিজের মনের মানুষের খোঁজ পেয়েছিলেন। এরপর নানান কাজের সূত্রে দুজনের দেখা হতে থাকে। আর সেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের। এরপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় আর ১৯৯৯ সালে সাত পাকে বাঁধা পড়েন দুজনে।
বিয়ের পর থেকে ২২টা বছর কেটে গিয়েছে। এখনো অটুট রয়েছে তাদের সম্পর্ক। বিয়ের পর তাদের দুই সন্তান হয়েছে এক মেয়ে ও এক ছেলে। কিছুদিন আগেই মেয়ে নাইসা পূর্ণবয়স্ক হয়েছে। মা ও বাবা দুজনেই তাকে তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।