• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুঃসময়ে সুসংবাদ! পুত্র সন্তানের জন্ম দিয়ে প্রথম বার মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী

চারিদিকের পরিস্থিতি মোটেই সুখকর নয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেহাল দেশ তথা রাজ্য। রোজই আসছে দুঃসংবাদ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে এত খারাপের মধ্যে ভালো কিছুও হচ্ছে। এবার সুসংবাদ বয়ে আনলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী।

বুধবারেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনালী। সোনালীর ছেলে হওয়ার খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বেশ মিষ্টি করে ছড়ার ছন্দে এই সুসংবাদ জানিয়ে তিনি লিখেছেন, , ‘বেশ লাগছে বাহ সোনালী/ মা হবার খবর শোনালি/ পুত্র সন্তান,খবর দিলি রাতে/ তোর সন্তান যেন থাকে দুধে ভাতে’।

   

সোনালী চৌধুরী sonali chowdhury

জানা যাচ্ছে, অভিনেত্রী এবং সদ্যজাত এক্কেবারে সুস্থ রয়েছেন। ছেলের নাম কী রাখবেন এই প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, তিনি এবং তার স্বামী রজত ভেবেছিলেন তাদের কন্যা সন্তান হবে। সেই মতো নামও ঠিক করা ছিল।

সোনালী চৌধুরী sonali chowdhury

তিনি জানান, ‘আমার আর রজতের (সোনালীর স্বামী) ইচ্ছে ছিল মেয়ে হবে। আমরা প্রচুর মেয়ের নাম ভেবে রেখেছিলাম। এখন আবার ছেলের নাম ভাবার কাজ চলছে!’ এত কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীর চিন্তা যে হচ্ছেনা তা একেবারেই নয়, তবে নিজেকে আপাতত পজেটিভিটিতে মুড়ে রেখেই মাদারহুড উপভোগ করছেন তিনি।

 

site