প্রায় বছর খানেক হতে চলল অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি চলে গেলেও তার সৃষ্টি, স্মৃতি, বাণী আজও মানুষের মনে সতেজ। তার অনুগামীরা আজও তার বিচারের দাবিতে সরব। তাকে নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চলে লেখালিখি, শেয়ার করা হয় তার অভিনীত বিভিন্ন সিনেমার অংশ।
আজোও তার অনেক অনুরাগী মানতেই পারেননা যে সুশান্ত আর নেই। তার নামের আগে ‘প্রয়াত’ লিখতেও হাত কাঁপে। তাঁর দুর্ভাগ্য এত মানুষের ভালোবাসা সে দেখেই যেতে পারল না। চিরকালের আন্ডারেটেড একজন দুর্দান্ত অভিনেতাকে অবশেষে মানুষ চিনল ঠিকই, কিন্তু অনেকটা দেরি করে ফেলার পর।
তবে সম্প্রতি আরও একটি খবরে চূড়ান্ত খুশি সুশান্ত অনুরাগীরা। ২০২১ সালের বিশ্বের শ্রেষ্ঠ ১০০ হ্যান্ডসাম পুরুষের নমিনেশনে উঠে এলো সুশান্ত সিং রাজপুতের নাম। ১২ মে সারা নেটপাড়া জুড়ে একেরপর এক ভাইরাল হয়ে চলেছে প্রয়াত অভিনেতার ছবি। অভিনেতার চনমনে, স্টাইলিশ ছবি দাপিয়ে বেড়াচ্ছে। অনেকেই এই তালিকায় এগিয়ে রেখেছেন সুশান্তকে।
কিছুদিন আগে মরণোত্তর দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন সুশান্ত। গত বছর মৃত্যুর পর তাঁর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ফিল্ম ‘দিল বেচারা’ ডিজনি হটস্টারের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছিল।
প্রসঙ্গত, গত ১৪ ই জুন বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ব্রান্দার ফ্ল্যাট থেকে। তারপর থেকেই কার্যত উত্তাল বলিপাড়া। এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ অভিনেতার পরিবার থেকে অনুরাগীরাও। চলছে তদন্ত।