অনেকদিন ধরেই অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat jahan) ব্যক্তিগত জীবন নিয়ে দানা বাঁধছে বিতর্ক, চলছে তুমুল চর্চা। ২০১৯ সালের ১৯শে জুন ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সাথে ঘর বাঁধেন নুসরত। বহুদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে যার ফলে একসাথে থাকা বন্ধ। এরপর টলিউড অভিনেতা যশের সাথে বেশ ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
আর এই নিয়েই টলিপাড়ায় অনেকদিন ধরেই চলছে চাপানউতোর। অনেকেই নুসরত নিখিলের সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেছেন অভিনেতা যশ দাশগুপ্তকেই (Yash Dasgupta)। কেননা অভিনেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক চোখে পড়ার মতো।
অনেকেরই দাবি প্রেম করছেন যশ নুসরাত। এদিকে ২১ এর বিধানসভা নির্বাচনে দুজন ভিন্ন দলের হয়ে কাজ তাদের বন্ধুত্বে ছেদ পড়েনি। নির্বাচনের মাঝেই ডিনার ডেট সেরেছেন বিজেপির যশ এবং তৃণমূলের নুসরত। কিন্তু বারংবারই নিজেদের প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন তারা শুধুই বন্ধু।
কিন্তু এবার আর শাক দিয়ে মাছ ঢাকা গেল না। গতকালকেই যশের তুলে দেওয়া একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন নুসরত। হাতে গীটার নিয়ে একদম নো মেকাপ লুকে, ঘরেই ছিলেন অভিনেত্রী।
আর তারপরেই আজ যশ একটি ছবি পোস্ট করেন। যেখানে খাদের পাশে পাহাড়ের কোলে নির্জনে দাঁড়িয়ে আছেন যশ এবং তার এই ছবিটি তুলে দিয়েছেন নুসরত। স্বভাবতই প্রশ্ন উঠছে তবে কি নির্বাচন যুদ্ধ মিটিয়েই ‘প্রেমিকা’ নুসরতকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন যশ? তবে ক্যাপশন বলছে ছবিটি আগের, কেননা তিনি ‘থ্রোব্যাক’ লিখেই ছবিটি পোস্ট করেছেন।