• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাটে বাজারে বেড়েছে বেজায় গরম! মধুমিতার কোমরের দোলাতেই আগুন ঝড়ল মঞ্চে, ভাইরাল ভিডিও

Published on:

madhumita sarkar

বাংলা টেলিভিশনের ‘বোঝে না বোঝে না’ (Bojhena se Bojhena) সিরিয়ালের অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা। আজ সেই পাখিই ধীরে ধীরে বাঙালির মনে ঝড় তুলতে শুরু করেছে। সিরিয়াল শেষ হবার পর কেটে গেছে অনেকটা সময়। তবে জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে হু হু করে।

খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন মধুমিতা। কিছুদিন আগে প্রীতম দাসগুপ্তের ছবি ‘লভ আজকাল পরশু’ ছবিতে মিষ্টি মেয়ে পাখির মোহময়ী রূপে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল দর্শকদের। সম্প্রতি মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’তে টলিউডের তাবড় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) সঙ্গে পর্দা ভাগ করেন মধুমিতা।

মধুমিতা সরকার,ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০,টলিউড,নাচ,ভাইরাল,Madhumita Sarkar,Tollywood,filmfare award 2020,viral dance video

সম্প্রতি পরমব্রতর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মধুমিতা। হলে রমরমিয়ে চলছে অভিনেত্রীর নতুন ছবি ‘ট্যাংরা ব্লুজ’। নববর্ষের দিনেই মুক্তি পেয়েছে এই ছবিটি। ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ছবি ‘লভ আজকাল পরশু’, ক্রিসমাসে মুক্তি পেয়েছিল ‘চিনি’। অর্থাৎ উৎসবের দিন গুলি এভাবেই কেটে যাচ্ছে মধুমিতার।

মধুমিতা সরকার,ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২০,টলিউড,নাচ,ভাইরাল,Madhumita Sarkar,Tollywood,filmfare award 2020,viral dance video

সম্প্রতি অনুষ্ঠিত হল ‘ফিল্ম ফেয়ার’ অনুষ্ঠান ২০২০ বাংলা। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের নামজাদা সব অভিনেতা অভিনেত্রীরা। আর এবার সেই মঞ্চেই নেচে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকার। ‘হাটে বাজারে বেড়েছে বেজায় গরম’ এর মতো জনপ্রিয় আইটেম সং-এ এদিন কোমর দুলিয়েছেন মধুমিতা। পরনে তার লাল সিকুয়েন্সের ড্রেসের সঙ্গে উন্মুক্ত নাভি উষ্ণতা ছড়িয়েছে মঞ্চে। পাশাপাশি তার পারফেক্ট মুভস আর এক্সপ্রেশন ও ছিল লাজবাব। ইতিমধ্যেই তুমুল ভাইরাল এই ভিডিও।

 

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥