টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক (Koel Mallick)। বিখ্যাত টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই নাটের গুরু ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়ে যান কোয়েল। সেই যে শুরু হল তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একেরপর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।
কোয়েল অভিনীত বন্ধন, নাটের গুরু, পাগলু থেকে শুরু করে ঘরে বাইরে ও হেমলক সোসাইটি প্রতিটা ছবিই একেবারে সুপার হিট। যেদিন দিন গেছে ততই অভিনয়ের দক্ষতা বেড়েছে অভিনেত্রী। একসময় কমার্সিয়াল প্রেমকাহিনীর জন্য একেবারে আদর্শ নায়িকা ছিলেন কোয়েল। তবে বিগত বেশ কিছু বছর নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই কোয়েলের ছবি ‘ফ্লাইওভার’ মুক্তি পেয়েছে।
ছবিতে নিজের দুর্দান্ত অভিনয়ের প্রমাণ দিয়েছেন আবারও। কিন্তু টপ অভিনেত্রী হবার পর কি আর ভুল ত্রূটি একেবারেই হয় না কোয়েলের? এই প্রশ্ন হয়তো অনেকের মনের মধ্যেই ছিল। কিন্তু একজন টপ অভিনেত্রীর থেকে এই প্রশ্নের উত্তর পাওয়াটাও খানিক অদ্ভুত একটা ব্যাপার হবে। তাই হয়তো সেভাবে কেউ জিজ্ঞাসা করেনি।
তবে অভিনেত্রী নিজেই নিজের কিছু উপস মুহূর্ত নিয়ে হাজির হয়েছেন। আসলে ক্যামেরার সামনে যে অভিনয় আমরা দেখতে পাই তা হল ফাইনাল অভিনয়। কিন্তু এর আসল অভিনয় আর সিনেমার পর্দায় অভিনয়ের মাঝে অনেকটা দুরুত্ব রয়েছে। শুটিংয়ের সময় নানান ছোটোখাটো ভুল ত্রূটি হতেই পারে। যেমন ডায়লগ ভুলে যাওয়া, বা কোনো এক সিরিয়াস মুহূর্তের শুটিং চলাকালীন হেসে ফেলা। এসব কিন্তু কোয়েলের সাথেও হয়েই থাকে।
View this post on Instagram
আর এবার সেই সমস্ত সিনেমার পর্দার অন্তরালে শুটিয়ের সময় হওয়া ভুলের ভিডিও নিয়ে হাজির হয়েছেন কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ফলোয়ার থাকলেও খুব বেশি সক্রিয় নন অভিনেরই। তবে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন কোয়েল। যেখানে সিনেমায় বাদ পড়া কিছু মুহূর্ত রয়েছে একসাথে। ভিডিওটি শেয়ার হবার পর ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।