বাড়ির বয়স্কদের তো বটেই মধ্যবয়সী ছোটদেরও রানী রাসমণি (Rani Rashmoni) সিরিয়াল দেখতে বেশ ভালই লাগে। ঐতিহাসিক কাহিনী হলেও সিরিয়ালের প্রতিটি চরিত্রের অভিনয় সিরিয়াল থেকে আরো প্রাণবন্ত করে তুলেছে। যে কারণে আজ বহুদিন ধরে সিরিয়ালের জনপ্রিয়তা প্রায় একইরকম রয়েছে। তাছাড়া হাজারো সিরিয়ালের ভিড়ে টিআরপি তালিকা কিছুটা ওঠানামা থাকলেও নিজের স্থান কিন্তু ধরে রাখতে পেরেছে রানী রাসমণি।
ইতিমধ্যেই রানী রাসমণি সিরিয়ালে গদাধরের বিয়ে হয়েছে। মা সারদা দেবীর সাথে গদাধরের বিয়ের পর্বগুলি বেশ জনপ্রিয় করে তুলেছিল সিরিয়ালটি কে। ছবি মা সারদা হিসেবে যে অভিনেত্রী অভিনয় করেছে তার অভিনয়ও কিন্তু দর্শকদের বেশ মনে ধরেছে। ছোট্ট মা সারদার চরিত্রে যে অভিনয় করছে তার নাম হলো অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। শুনলে অবাক হবেন মাত্র আট বছর বয়সেই এমন দুর্দান্ত অভিনয় করছে সিদ্ধহস্ত অয়ন্যা। আর বর্তমানে ক্লাস টু এর ছাত্রী সিরিয়ালের মা সারদা।
খুব কমসংখ্যক এমন অভিনেত্রী রয়েছেন যারা এত ছোট বয়স থেকেই অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তবে সিরিয়ালের আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিল অয়ন্যা। পরিবারের মতে ছোট থেকেই অভিনয়ের প্রতি দারুন আকর্ষণ রয়েছে অয়ন্যার। পছন্দের অভিনেত্রী বলতে টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জী।
ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শ্রাবন্তীর মতো একজন অভিনেত্রী হিসেবে দেখতে পছন্দ করত। এটা হল পছন্দের অভিনেত্রীর কথা পছন্দের অভিনেত্রী যখন আছে তখন নিশ্চয়ই নায়কও রয়েছে। টলিউডের হিরো আবির চ্যাটার্জি কে পছন্দ তার।
এত ছোট বয়সে অভিনয় ছাড়া হবি যদি বলতে যাই তাহলে হয়তো সকলেই ভাববেন নিশ্চয়ই পুতুল খেলা ছাড়েনি অয়ন্যা। যদিও ভাবনাটা খানিকটা ঠিকই, কারণ পুতুল খেলতে ভালবাসে অনন্যা। তবে পুতুল খেলার পাশাপাশি সময় পেলে ফুটবল খেলতে কিন্তু বেশ আগ্রহী সে। আর মজার বিষয় হলো সিরিয়ালের রামকৃষ্ণ তথা গদাধর কে বাস্তবে কিন্তু সৌরভ দা বলেই ডাকতে অভ্যস্ত ছোট্ট অয়ন্যা। তবে অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে অয়ন্যা।