বাংলা টেলিভিশনের দুটি জনপ্রিয় সিরিয়েল হল রানী রাসমণি (Rani Rashmoni) ও মিঠাই (Mithai)। যদিও জনপ্রিয়তার দিক থেকে মিঠাই একেবারে শীর্যে রয়েছে। তবে রানী রাসমণিও একসময় টিআরপি তালিকায় একসময় প্রথম স্থান নিজের দখলে রেখেছিল। রানী রাসমণিতে ইতিহাসের কাহিনী ও মিঠাই সিরিয়ালে মিষ্টি একটা মেয়ের মোদক পরিবারে মানিয়ে নেবার গল্প। আসলে কিন্তু দুটি সিরিয়ালেরই নিজস্ব ফ্যান বেশ রয়েছে।
রানী রাসমণি সিরিয়ালে রানীমার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অনেক ছোট বয়স থেকেই অভিনয়ের সাথে যুক্ত দিতিপ্রিয়া। আর নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া। অন্যদিকে মিঠাই সিরিয়ালের মূল চরিত্র হল মিঠাই আর তার বড় সিদ্ধার্থ। মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন অদৃত রায় (Sidharth Roy)।
সম্প্রতি মিঠাই সিরিয়ালে চলছে টান টান উত্তেজনার পর্ব। কারণ মোদক পরিবারে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। নিপা ও রাতুলের বিয়ে হবার কথা। কিন্তু মুশকিল হল বিয়ের আগেই পার্লারে যাবার নাম করে বাড়ির সকলকে আর মিঠাইকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছে বিয়ের কণে অর্থাৎ নিপা। এরপর অনেক চেষ্টা আর খোঁজের পর পাওয়া গিয়েছে নিপাকে। এদিকে সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছে যে নিপা চলে যাওয়ায় শ্রীতমার সাথে বিয়ে হচ্ছে রাতুলের।
রিল লাইফে প্রিয় অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবন সম্পর্কে জানার আগ্রহ থেকেই দর্শকদের মধ্যে। আসলে প্রিয় সেলিব্রিটিরা আসল জীবনে কেমন তা জানা একটা আলাদাই অনুভূতি। সম্প্রতি রানী রাসমণি সিরিয়ালের রানীমা ও মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থ ও রাতুলকে দেখা গিয়েছে একই ফ্রেমে। একই চ্যানেলের দুই সিরিয়েল হয়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া খুব একটা অস্বাভাবিক হয়। তবে একত্রে মিঠাই আর রানী রাসমণি সিরিয়ালের চরিত্রের ছবি হয়তো এই প্রথম।
ছবিতে দেখা যাচ্ছে রানী রাসমণির কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে সিদ্ধার্থ ও রাতুল। যদিও পুরোটাই ছবি তোলার জন্য, তবে ছবিটি কিন্তু বেশ মনে ধরেছে দর্শকদের। ইতিমধ্যেই ছবিটি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।