• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহুপ্রতীক্ষিত ‘রাধে’-র রিলিজের আগে কি এমন হল? ক্ষমা চাইলেন ভাইজান সালমান খান!

বলিউডের (Bollywood) অ্যাকশন হিরো হিসেবেই পরিচিতি পেয়েছেন সালমান খান (Salman Khan)। সালমানের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’ মুক্তি পেতে চলেছে আর দু দিনের মধ্যেই। সব ঠিক থাকলে গতবছরই রিলিজ হবার কথা ছিল ছবিটির। কিন্তু তা আর হয়ে ওঠেনি। করোনার কারণে পিছিয়ে যায় ছবির রিলিজের তারিখ। অ্যাকশন রোমান্সে ভরপুর রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা দিশা পাটানিকে। আগামী ১৩ই মে রিলিজ হচ্ছে ‘রাধে’ ছবি।

কিন্তু ছবি রিলিজের আগে যেখানে টিজার আর ট্রেলার শেয়ার করে প্রমোশন করার কথা সেখানে একেবারে অন্য চিত্র! ছবি রিলিজের দু দিন আগে ক্ষমা চাইছেন সালমান খান। কিন্তু কেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ভাইজান ভক্তদের মনে। কি এমন হল যার কারণে বলিউডের সালমান খান ক্ষমা চাইছেন? তও আবার প্রকাশ্যে।

   

Radhe

রাধে ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল টাব্যু ভেঙে ফেলেছিলেন ভাইজান। বলিউডের ব্যাচেলার ভাইজান ৩২ বছরে প্রথমবার অন স্ক্রিনে চুমু খেয়েছিলেন। এই দৃশ্য দেখার পর রীতিমত চমকে গিয়েছিলেন সকলে। অনেকেই ভেবেছিলেন হয়তো দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন সালমান খান।  তবে আসল ঘটনাটা ছিল অন্যরকম। আসলে দিশা পানির মুখে সেলোটেপ লাগিয়ে চুমু খেয়েছিলেন সালমান। অর্থাৎ ক্যামেরার সামনে চুমু খেলেও আদতে কিন্তু নো চুমু!

কিন্তু তাই যদি হয়, তাহলে ক্ষমা কিসের জন্য চাইছেন ভাইজান। তাহলে ব্যাপারটা খুলেই বলি। ছবির রিলিজ পিছিয়ে গেলেও এবছর পরিস্থিতি ঠিক হলে সিনেমা হলেই রিলিজ হবার কথা ছিল রাধে ছবিটির। কিন্তু পরিস্থিতি ঠিক হবার বদলে বর্তমানে আরো খারাপ পরিস্থিতি চলছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার পড়ে গিয়েছে গোটা দেশে। তাই সিনেমার হলের বড় পর্দায় রিলিজ হচ্ছে না রাধে। ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ হচ্ছে রাধে। এই কারণেই হল মালিকদের থেকে ক্ষমা চেয়ে নিলেন সালমান খান।

site