ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat kohli) এর খেলায় পাগল তো অনেকেই। কিন্তু এবাদেও ‘প্রেমিক’ বিরাটের অনুরাগীও নেহাৎ কম নেই। স্ত্রী অনুষ্কার (Anushka Sharma) প্রতি তার ভালোবাসা মন জয় করে নিয়েছে আট থেকে আশির। সারা দেশ তথা বিদেশেও বিরুষ্কার কোটি কোটি অনুরাগী রয়েছে।
তবে সম্প্রতি এক ভক্তের ‘বিরুষ্কা’ প্রেম যেন সমস্ত কিছুর সীমাই ছাড়িয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের বাসীন্দা হর্ষিতা নামের এক তরুণী এবার নিজের হাতে ট্যাটু করে বসলেন ‘বিরুষ্কা’র নাম। এই ঘটনায় ইতিমধ্যেই অবাক গোটা নেটপাড়া।
এই প্রথম নয় এর আগেও এমন ঘটনার নজির মিলেছে। পিন্টু রাজ বলে এক ব্যক্তির সারা দেহে বিরাটের মোট ১৫ টি ট্যাটু রয়েছে। তার বুকে কোহলির মুখ, আর পিঠে কোহলির জার্সির নম্বর ‘১৮’ লেখা। আজ অবধি যত পুরস্কার বিরাট পেয়েছেন স্পমস্ত নিজের শরীরে উল্কি করেছেন এই ব্যক্তি। এহেন ভক্তকে বিরাট বুকেও টেনে নিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই গত ১১ ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট টিমের ফার্স্ট লেডি বিরাট কোহলি (Virat Kohli) পত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এর কোল আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। মা-বাবা হওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে একটু সময় চেয়ে নিয়েছিলেন ‘বিরুষ্কা’। কন্যা ভামিকাকে এখনও প্রকাশ্যে আনেননি দম্পতি।