সোশ্যাল মিডিয়া আজ ছোট থেকে বড় সকলের কাছে একটি আসক্তির জিনিসে পরিণত হয়েছে। আট থেকে আশি সকলেই সময় পেলেই সোশ্যাল মিডিয়াতে ছুটে আসেন টাইম পাসের জন্য। আর এখানে প্রতিদিন হাজারো ভাইরাল ছবি (Viral Photo) থেকে শুরু করে ভিডিও দেখতে পাওয়া যায়। যা দেখে কখনো অবাক হয়ে যেতে হয় তো কখনো আবার হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায়। আর এই সমস্ত ছবি আর ভিডিও দেখতে দেখতেই কখন সময় কেটে যায় তা বোঝাই যায় না।
ভাইরাল ভিডিও গুলিতে শুধুই যে হাসির ভিডিও বা ছবি থাকে তা কিন্তু নয়। মাঝেমধ্যেই এমন কিছু দেখতে পাওয়া যায় যা দেখে হা হয়ে যেতে হয়। সেটা কোনো বন্য পশুদের লড়াই হতে পারে। বা মানুষের কোনো এক আজব প্রতিভাও হতে পারে। যেমন ধরুন এক ব্যক্তি নিজের মুখ আর বাঁশি দিয়েই নানান ধরণের শব্দ করতে পারেন। যা দেখে রীতিমত অবাক হয়ে যেতে হয়।
সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছে। বহু জায়গায় আংশিক বা সম্পূর্ণ লকডাউন চলছে। এমন অবস্থায় জমায়েত বন্ধ ও রাস্তায় শুধু মাত্র অতিপ্রয়োজনে বেরোতে বলা হচ্ছে। এদিকে বিয়ে বাড়ির জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মুশকিল হল মানুষের বুদ্ধির অন্ত নেই। বিয়ের বাড়ির এমন কিছু আজব ছবি ও ভিডিও সামনে আসছে যা দেখে সত্যি হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবার জোগাড় হয়।
#JewelleryJugaad level "Super Ultra Pro Max…" ???????????? pic.twitter.com/2JV0NpX2v3
— Dipanshu Kabra (@ipskabra) May 7, 2021
এই যেমন একটি মহিলার ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে ওই মহিলাকে সারা গা ভর্তি গয়না পরে দেখা যাচ্ছে। গলায় হার মাথায় টিকলি তো রয়েছেই, তবে মূল আকর্ষণ হল মহিলার মুখের মাস্ক। অনেকেই মোটা নাকের নথ পড়তে ভালোবাসেন। এই মহিলাও তাদের মধ্যেই একজন। কিন্তু মুশকিল হল করোনা বিধির কারণে মাস্ক পড়া বাধ্যতামূলক হয়ে গেছে। তাই এবার মাস্ক ও নাকের নথ একত্রে পড়ার এক অভিনব উপায় বের করেছেন এই মহিলা।
প্রথমে মুখে মাস্ক পরে তার ওপরেই নাকের নথ আটকে নিয়েছেন মহিলা। আর এমন অভিনব বুদ্ধির একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই ছবি দেখে ফেলেছেন। নেটিজনদের মধ্যে অনেকেই বলেছেন আসলে লাখ টাকার গয়না বলে কথা দেখতে তো হবেই।