• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাকিদের থেকে একেবারে হটকে! রক্তদানের মাধ্যমে মাদার্স ডে পালন করলেন নবদম্পতি নীল-তৃণা

কথায় আছে পৃথিবীতে সবচাইতে আপন যদি কেউ থাকে তাহলে সেটা হল মা। মা এমন এক ব্যক্তিত্ব যার মধ্যেই লুকিয়ে থাকে গোটা পৃথিবীটা। আজ এই মায়েদের জন্য উৎসর্গ একটা দিন, আজ মাতৃ দিবস। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মায়েদের ছবিতে। প্রত্যেকেই নিজেদের মায়ের সাথে ছবি শেয়ার করতে ব্যস্ত। মায়ের সাথে নানান ছবি শেয়ার করে মাকে মাদার্স ডে এর শুভেচ্ছা জানাচ্ছে সকলে। টেলিতারকা তথা নবদম্পতি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha) এরাও আজ মাতৃ দিবস পালন করেছেন।

তবে নীল-তৃণার মাতৃ দিবস পালনটা এবছর একটু অন্য রকম। বা বলা ভালো বাকিদের থেকে একেবারে হটকে। কেন এমন বলছি? কারণ বর্তমানে দেশের করোনা পরিস্থিতি খুবই শোচনীয়। পর্যাপ্ত বেড, অক্সিজেন এমনকি রক্তের অভাবে হাহাকার শোনা যাচ্ছে প্রতিনিয়ত। প্রিয়জনদের মৃত্যুর খবর আসছে যত্রতত্র থেকে। এমন পরিস্থিতিতে মাতৃ দিবসের উৎসবটাকে দূরে সরিয়ে বেনজির কাজ করে দেখালেন নীল-তৃণা।

   

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

এদিন নিজেদের রক্ত ও প্লাজমা দেন করলেন নীল-তৃণা জুটি। আসলে এরাই প্রথম নন সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে অনেক সেলেব্রিটিরাই এগিয়ে এসেছেন। এবার সেই তালিকাতেই শামিল হল নীল-তৃণার নাম। রক্তদান করে নিজেদের একটি ছবি শেয়ার করেছন সোশ্যাল মিডিয়াতে। সেখানে লক্ষাধিক অনুগামীরা তাদের এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তাদের দুজনকেই।

নীল ভট্টাচার্য Neel Bhattacharya তৃণা সাহা Trina Saha

আসলে টেলিভিশনের অভিনেত্রী হিসাবে নীল ও তৃণা দুজনেই বেশ জনপ্রিয়। খড়কুটো সিরিয়ালের গুনগুন আর কৃষ্ণকলি সিরিয়ালের নিখিলকে এমনিতেই দারুন পছন্দ সকলেরই। তারপর সোশ্যাল মিডিয়াতেও বিশাল সংখ্যক ফ্যান ফলোয়িং রয়েছে দুজনেরই। তাই ছবি ভিডিও শেয়ার হলেই তা ভাইরাল হয়ে পরে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অন্য রকম মাতৃ দিবস পালনের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Trina Saha Mother and Mother in Law

অবশ্য অভিনেত্রী তৃণা সাহা কিন্তু মায়েদের ছবি শেয়ার করতে ভুল করেননি। তৃণার নিজের মা ও নীলের মায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার  করেছিলেন অভিনেত্রী সকালেই। সেই ছবিও দারুন ভাইরাল হয়ে পরে মুহূর্তের মধ্যেই।

site