• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাহুল কেবল ভালো বন্ধু! নিজের প্রেম নিয়ে অকপট ‘দেশের মাটি’র মাম্পি ওরফে রুক্মা

রুক্মা রায় (Rooqma Roy) আগে যাকে লোকে ‘কিরণমালা’ বলে চিনতো এখন সেই মন জিতে নিয়েছেন ‘দেশের মাটি’র মাম্পি হিসেবে। লেখাপড়ায় তুখোড় এই অভিনেত্রীর বাড়ি কলকাতাতেই, ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশের পর বাসন্তী দেবী কলেজ থেকে কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে স্নাতক হয়েছেন। কিন্তু এত মেধাবী হওয়া সত্ত্বেও রুক্মা অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন।

প্রথমে ‘কিরণমালা’ চরিত্র দিয়ে যথেষ্ট পরিচিতি লাভ করেন অভিনেত্রী। এরপর বেশ কয়েকয়ি নেগেটিভ চরিত্রেও অভিনয় করেছেন রুক্মা। ‘দেশের মাটি’তে মাম্পি চরিত্রে অভিনয়ের আগে ‘ খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য গুনগুনের প্রেমে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তার ‘অনন্যা’ বা তিন্নি দিদির চরিত্র।

   

rahul banerjee raja mampi deser mati

তবে জনপ্রিয়তার দৌড়ে এযাবৎ কালের সমস্ত চরিত্রকে হার মানিয়ে দিয়েছে ‘দেশের মাটি’র মাম্পি। পাশাপাশি তার সাথে রয়েছেন তুখোড় অভিনেতা রাহুল ব্যানার্জি। রাজা-মাম্পির জুটির সাধারণত্ব ছাপিয়ে গিয়েছে জমজমাট জুটিদের রসায়নকেও।

rooqma roy

টলিউডের এই সুন্দরী অভিনেত্রী ইতিমধ্যেই অসংখ্য প্রেম প্রস্তাব পাচ্ছেন। কিন্তু আসলে তার মনের মানুষটি কে তা জানতে মরিয়া তার অনুরাগীরা। অনেকেরই ধারণা পর্দার রাজা দা অর্থাৎ রাহুল ব্যানার্জিই বুঝি তার মনের মানুষ। এই কথা শুনে সম্প্রতি এক সাক্ষাৎকারে হেসে গড়িয়ে পড়েন রুক্মা। তিনি জানান তার থেকে ১০ বছরের বড় রাহুল। ‘দেশের মাটি’র আগে তার সাথে কোনো রকম আলাপও ছিলনা অভিনেত্রীর। তবে এখন তারা দুজনেই খুব ভালো বন্ধু। কোনো প্রেম নেই তাদের মধ্যে।

site