viral video: সোশ্যাল মিডিয়া ভারী মজার জায়গা। মুহূর্তে বিশ্বের এক প্রান্তের খবর আরেক প্রান্তে পৌঁছে দেয় কয়েক সেকেন্ডেই। আর তার মধ্যেই একেকটা ভিডিও যেমন দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা অদ্ভুত ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে কার্যত অবাক নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক হাড়হিম করা ভিডিও। ভিডিও ভালো করে দেখলেই বোঝা যাবে এখানে সকলেই কথা বলছে বাংলা ভাষায়। অর্থাৎ এই ঘটনা যেখানে ঘটেছে সেটি পশ্চিমবাংলার অন্তর্ভুক্তই কোনো স্থান হবে।
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মৃত বৃদ্ধকে বেঁধে খাটিয়াতে বেঁধে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতকে সাদা কাপড় দিয়ে ঢাকা। একসময় এই খাটিয়া রোদে রেখে খানিকক্ষণ বিশ্রাম করছিল শ্মশানযাত্রীরা। আর তখনই ঘটে যায় এক অবাক কান্ড। আচমকাই নড়েচড়ে উঠতে দেখা যায় খাটিয়ার মরাকে।
শুধু তাই নয় নড়াচড়া করতে করতে শেষে উঠে বসতেও দেখা যায় মরাকে। গলায় মালা, চোখে দেওয়া তুলসি পাতাও সরাতে দেখা যায় খাটিয়ায় থাকা ওই বৃদ্ধকে। এরপর এক ব্যক্তি এসে খাটিয়ার সমস্ত দড়ি কেটে দেন আর বৃদ্ধ ব্যক্তি আরাম করে খাটিয়ায় বসে মাথা দোলান। প্রথমে এই ঘটনা দেখে চমকে ওঠেন নেটনাগরিকরা।