• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“আমার বাবা চারটে বিয়ে করেছে!” ডিভোর্সের পরের প্রেম নিয়ে আত্মবিশ্বাসী পূজা বেদী

Kabir Bedi,কবীর বেদী,Pooja Bedi,পূজা বেদী,Farhan Furniturewala,ফারহান ফার্নিচারওয়ালা

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডি (Bollywood) ছবি ‘জো জিতা য়োহি সিকান্দার’ (Jo Jeeta Wohi Sikandar) সারা ফেলে দেয় সারা ভারতে। এই ছবির দৌলতেই পড়ুয়াজীবনের নিখাদ রোম্যান্সের গল্পে বুঁদ হয়ে যায় তরুণ-তরুণীরা। যদিও মাত্র ২৪ বছর বয়সেই বিবাহ করে ফেলেন পূজা বেদী। ‘পেহলা নশা’ গানে নিজের স্বরচিত ভঙ্গিমায় সকলকে একরকম মুগ্ধ করে ফেলেছিলেন পূজা। যদিও খুব বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। মাত্র ৯ বছরের মাথায় ২০০৩ সালে বিচ্ছেদ হয়ে যায় পূজা বেদী (Pooja Bedi) ও ফারহান ফার্নিচারওয়ালার (Farhan Furniturewala)।

বিচ্ছেদের (Divorce) পর ভেঙে পড়েননি পূজা। কন্যা আলিয়া (Aliya) ও পুত্র ওমরকে (Omar) একাই লালন করেন পূজা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনগাথা সকলের সামনে এনেছেন পূজা। কবীর বেদীর (Kabir Bedi) কন্যার জবানবন্দিতে জানা যায়, “অনেক কাছের মানুষ আমাকে বিয়ে ভাঙার সিদ্ধান্ত বদলে ফেলার পরামর্শ দেয়। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে অন্তত একবার চিন্তা করতে বলা হয় আমাকে। যদিও আমি নিশ্চিত ছিলাম যে, ফারহানের সঙ্গে আর নয়।”

সাম্প্রতিক সাক্ষাৎকারে (Interrview) বেশ সোজাসাপ্টা ভঙ্গিতেই নিজের জীবনের বিষয়ে কথা বলেন পূজা। তিনি জানান, “আজ থেকে ১৮ বছর আগে বিয়ে ভেঙে জীবনে একা এগিয়ে চলাটাকে কেউই খুব একটা ভালোভাবে নিত না। তখন সবাই বলত, কে তোকে আবার বিয়ে করবে? ছেলেমেয়েদের কথা তো ভাবো একবার! শুধু নিজের কথাই ভেবে চলেছো? তোমার সঙ্গে তোমার বোঝা রয়েছে! হ্যাঁ, আমার ছেলেমেয়েকে বোঝা বলেছিল অনেকে। কিন্তু আমার পাল্টা বক্তব্য ছিল একটাই, ওরা বোঝা নয়, ওরা আমার প্রাণ।”

Kabir Bedi,কবীর বেদী,Pooja Bedi,পূজা বেদী,Farhan Furniturewala,ফারহান ফার্নিচারওয়ালা

নিজের বাবার উদাহরণ টেনে পূজা বলেন, “আমি ছোটো থেকে যেভাবে বড় হয়েছি সেটার প্রভাব অবশ্যই আছে আমার মধ্যে। বাবা-মা’র বিয়ে ভাঙতে দেখেছি আমি। আমি এটা বিশ্বাস করেছি যে হ্যাঁ, আবার ভালোবাসা পাওয়া যায়। সারাজীবনে বাবা চার বার বিয়ে করেছে।” তবে বাবা-মা, দুজনের জীবনের সঙ্গেই যে যুক্ত পূজা, সে কথাও জানান পূজা।

পূজা বেদীর জীবন ইতিহাস অনুযায়ী, ১৯৭৪ সালে প্রতিমা গুপ্তা ও কবীর বেদীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন তাঁদের একমাত্র সন্তান ছিলেন পূজা। ১৯৮০ সালে সুসান হামফ্রেজের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন কবীর। এরপর নিকি বেদীকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় ভিলেন কবীর। নিকির সঙ্গে তাঁর ডিভোর্স হয় ২০০৫ সালে। অবশেষে ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনে পারভিন দুসাঞ্ঝকে বিয়ে করেন কবীর।

অন্যদিকে বর্তমানে বেশ ভালোই আছেন পূজা। বছর পঞ্চাশের নায়িকা অবশেষে খুঁজে পেয়েছেন প্রাণের মানুষকে। গোয়ার ব্যবসায়ী মানেক কন্ট্রাক্টরের সঙ্গে ২০১৯-এর ফেব্রুয়ারিতে এনগেজমেন্ট সেরেছেন পূজা। এখন বেশিরভাগ সময়ই হবু বরের সঙ্গে গোয়ায় কাটান নায়িকা, সঙ্গে থাকে দুই পুত্র-কন্যা।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥