• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনা মোকাবিলায় ২কোটি দান বিরাট-অনুষ্কার! আরও ৭ কোটি টাকা তুলে দেওয়ার চেষ্টায় দম্পতি

করোনাভাইরাস,Coronavirus,covid-19,কোভিড-১৯,ক্রাউড ফান্ডিং,Crowd Funding,Virat Kohli,Anushka Sharma

করোনার (Coronavirus) লাগাতার আক্রমণে ত্রাহি ত্রাহি রব দেশ জুড়ে। ইতিমধ্যেই অক্সিজেন (Oxygen Crisis) ও কোভিড-শয্যার (Covid Bed) অভাবে নাকাল রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা। এমতাবস্থায় নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন বলি-তারকারা (Bollywood)। আগের বছরের মতোই এ’বছরও ‘মসিহা’-র (Masiha) ভূমিকায় অভিনেতা সোনু সুড (Sonu Sood)। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সলমন খান (Salman Khan), অজয় দেবগণ (Ajay Devgan), আলিয়া ভাট (Alia Bhat), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

নেটিজেনদের (Netizen) মধ্যেও দেখা যাচ্ছে চূড়ান্ত তৎপরতা। কেউ নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) ক্রমাগত পোস্ট (Post) করে চলেছেন অক্সিজেনের খোঁজ, কেউ আবার কোভিড-রোগীদের খাবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। কেউ কেউ আবার কোন হাসপাতালে কত বেড, তার পরিসংখ্যান দিয়ে চলেছেন। এহেন বিশাল কর্মযজ্ঞে এইবার ঝাঁপিয়ে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অনুষ্কা জানান যে খুব শীঘ্রই তাঁরা একটি সহযোগিতার মাধ্যম তৈরি করতে চলেছেন। সেই অনুযায়ী, করোনা আক্রান্তদের জন্য অনুষ্কা-বিরাট তৈরি করে ফেলেছেন ত্রাণ তহবিল ‘কেটো’ (Keto)। এই তহবিলে ২ কোটি টাকা দান করেছেন তাঁরা। আরও ৭ দিন চালিয়ে প্রায় ৭কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন এই তারকা-দম্পতি।

বিরাট কোহলি অনুষ্কা শর্মা Virat Kohli Anushka Sharma

সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যেই একটি সংস্থার অঙ্গে গাঁটছড়া বেঁধেছে কেটো। মহামারী পরিস্থিতিতে টেলিমেডিসিন, টিকা ও হাসপাতাললের শয্যার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে (Instagram) এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করে সকলকে যথাসাধ্য দান করার আর্জি জানিয়েছেন ভিরুষ্কা (Virushka)। ইন্সটা মঞ্চে @ketoindia নামক একটি হ্যান্ডেলও খুলে ফেলেছেন অনুষ্কা। এই হ্যান্ডেলের মাধ্যমেই নেটিজেনরা ‘কেটো’ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥