টলি অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti) জীবন যেন বিতর্কে মোড়া। কেরিয়ারের শুরু দিক থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। প্রথম ছবির পরেই বিয়ে করেন পরিচালককে। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। সেই থেকেই বিতর্কের শুরু। এরপর আরো দুইবার মিলে মোট তিন বার বিয়ে করেছেন অভিনেত্রী। তবে কোনো সম্পর্কই টেকেনি। শেষ বিয়ে করেছিলেন রোশন সিংকে, কিন্তু গতবছর পুজোর আগে থেকেই তৃতীয় বিয়ের সম্পর্কেও ভাঙ্গন। নিজের বৈবাহিক সম্পর্কের কারণে মাঝে মধ্যেই শিরোনামে আসেন অভিনেত্রী।
কিছুদিন আগে শেষ হওয়া বিধানসভা ভোটেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। এরপর ভোটের রেজাল্ট আসতে পরাজিত হয়েছেন তিনি। তবে তাতে কোনো আফসোস নেই অভিনেত্রীর। টুইটারে জানিয়েছিলেন অনেক অভিজ্ঞতার সৃষ্টি হল মানুষের পাশে থাকতে পেরে ও তাদের ভালোবাসা পেয়ে তিনি ধন্য। সাথে মুখ্যমন্ত্রী মমতা বানার্জিকেও অভিনন্দন জানিয়েছিলেন।
Thank you everyone who showered their love for me.I’m deeply honoured to become a part of this crucial election and it was a learning experience.Congratulation didi and all TMC candidates for their win.Hope this brings more good to our society.@MamataOfficial @abhishekaitc
— Srabanti (@srabantismile) May 3, 2021
তবে এরপর কিছুদিন লাইমলাইটের বাইরে ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে ছেলে অভিমন্যু ও হবু বৌমা দামিনীর সাথে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আসলে ছেলে অভিমন্যু গত বছরই তার দীর্ঘ দিনের প্রেমিকা তথা মডেল দামিনী ঘোষের সাথে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। আর এরপর থেকেই শ্রাবন্তীর হবু বৌমার জায়গায় রয়েছেন দামিনী ঘোষ।
গত বৃহস্পতিবার শ্রাবন্তীপুত্র অভিমন্যুর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল মা ছেলে ও হবু পুত্রবধূকে। তিন জন একত্রে দিব্যি সময় কাটাচ্ছেন। আর সেই আনন্দের মুহূর্তেই এক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতে ভাইরাল হয়ে পড়েছে। যদিও ভোটের পর থেকে অভিনেত্রীকে কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি, তবে এই ছবি ভাইরাল হবার পর অনেকেই মনেই প্রশ্ন জাগছে তাহলে হারের দুঃখ কি ভুলে গেলেন শ্রাবন্তী?