সময় বড় অদ্ভুত জিনিস। কখনও ভালো তো কখনও মন্দ। সুসময় কাটানোর মুহূর্তে মানুষ বুঝতেই পারেন না কখন অজান্তেই তার দোরগোড়ায় এসে দাঁড়াবে দুর্দিন। ঠিক এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন টলিউডের দীর্ঘ ৫০ বছরের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের (Shankar Ghoshal)।
‘প্রতিশোধ’ ছবিতে তিনি মহানায়ক উত্তমকুমারের সহ অভিনেতা ছিলেন। সত্য বন্দ্যোপাধ্যায়ের ‘নহবত’ নাটকে তিনি সুপারহিট ‘বরের পুরুত’! তবুও কাজের অভাবে সংসারে চলেছে অনটন, আর তাইই রাস্তায় দাঁড়িয়ে হাত পাততে হয়েছে অভিনেতাকে।
এই খবর কিছুদিন আগেই নেটমাধ্যমে চাউর হয়ে যায়। ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা এবং তার প্রেমিক সব্যসাচী চৌধুরীর দৌলতে। এবার শঙ্কর বাবুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রান্নাঘরের (Rannaghor) সুদীপা সুদীপা চট্টোপাধ্যায়। হ্যাঁ, শুরুটা তিনিই করলেন।
অতিমারীর কারণে শ্যুটিং কিছুদিন বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন রান্নাঘরের সঞ্চালিকা। কিন্তু প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের অবস্থা জানার পর মত বদলান সুদীপা। রান্নাঘরে আমন্ত্রণ জানান প্রবীণ অভিনেতাকে। আগামী ৩১ শে মে’র পর্বে দেখা যাবে, প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালকে। তাকে সঙ্গে নিয়েই সুদীপা ঐদিন রাঁধবেন ঠাকুর বাড়ির দুই হারিয়ে যাওয়া পদ- সির্কা মাছ আর ওলের কোফতা কারি।
এদিন অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘ভেবেছিলাম আর শ্যুটিং করব না। কিন্তু শঙ্করদার জন্য সিদ্ধান্ত বদলাতে হল। শ্যুটিং করলাম। দারুণ লাগল। যাঁরা ওঁকে সাহায্য করতে ওঁর অ্যাকাউন্ট নম্বর চাইছেন তাঁদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু ওঁর সাহায্য নয়, কাজের প্রয়োজন। অভিনেতা তো লাইট-রোল-ক্যামেরা অ্যাকশন শুনে দেখুন কত খুশি, আমরাও ওনাকে পেয়ে আপ্লুত, সমৃদ্ধ’।
এবার যেন ধীরে ধীরে হাসি ফুটছে কাজ না পেয়ে অর্থাভাবে জরাজীর্ণ লোকটার মুখে। জানা গিয়েছে, সব্যসাচীর ওই পোস্টের পরেই রাতারাতি প্রায় ৪০ হাজার টাকা ঢুকে গিয়েছে শঙ্কর বাবুর অ্যাকাউন্টে। তার থেকেই দরাজ মনের অভিনেতা ৩ হাজার টাকা দান করেছেন দুঃস্থ পরিবারের খাদ্য কষ্ট ঘোচাতে।