• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনা পরিস্থিতিতে দরিদ্রদের মুখে বিনামূল্যে খাবার তুলে দিতে পথে নামলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ,বলিউড,করোনা ভাইরাস,দ্বিতীয় ঢেউ,ইউ অনলি লাইভ ওয়ান্স,You Only live once,Yolo,corona virus,jacqueline farnandez,Bollywood,corona virus second wave

করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউ (Second wave) আছড়ে পড়েছে ভারতবর্ষের উপর। ক্রমেই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। রোজই রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চারিদিকে কেবল হাহাকার, যন্ত্রণা আর চিৎকারের শব্দ। চোখে দেখা যাচ্ছেনা পরিস্থিতি। হাসপাতালে মিলছেনা বেড, দেখা দিয়েছে প্রবল অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে রোজই স্বজনহারানোর যন্ত্রণা বয়ে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে দিল্লিতে বসবাসকারী অসংখ্য তারকাই অক্সিজেন, ওষুধ সরবরাহ করে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার দুস্থ দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকতে রাস্তায় নামলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

জ্যাকলিন ফার্নান্ডেজ,বলিউড,করোনা ভাইরাস,দ্বিতীয় ঢেউ,ইউ অনলি লাইভ ওয়ান্স,You Only live once,Yolo,corona virus,jacqueline farnandez,Bollywood,corona virus second wave

গরীবদের মুখে খাবার তুলে দিতে রাস্তায় নেমে পড়েছেন জ্যাকলিনের টিম। তিনি একটি এনজিও (NGO) গঠন করেছেন, যার মাধ্যমে তিনি অভুক্ত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। জ্যাকলিনের এই সংগঠনের নাম করোনার ‘You Only Live Once’ (YOLO)। এই খবর জ্যাকলিন নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়৷ এমনকি বেশ কিছু ছবিও শেয়ার করেন জ্যাকলিন। যেখানে অভিনেত্রীকে নিজের হাতেই খাবার বিতরণ করতে দেখা গিয়েছে।

জ্যাকলিন ফার্নান্ডেজ,বলিউড,করোনা ভাইরাস,দ্বিতীয় ঢেউ,ইউ অনলি লাইভ ওয়ান্স,You Only live once,Yolo,corona virus,jacqueline farnandez,Bollywood,corona virus second wave

এই ছবিগুলি শেয়ার করে মাদার টেরেসার একটি কোট ক্যাপশনে লেখেন অভিনেত্রী, ‘শান্তি শুরুই হয় খিদে মিটলে”। সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যাকলিন ফার্নান্ডেজের এই পোস্টটি ভাইরাল হয়ে উঠছে।

জ্যাকলিন ফার্নান্ডেজ,বলিউড,করোনা ভাইরাস,দ্বিতীয় ঢেউ,ইউ অনলি লাইভ ওয়ান্স,You Only live once,Yolo,corona virus,jacqueline farnandez,Bollywood,corona virus second wave

অভিনেত্রীর অনেক ভক্ত তার পোস্ট পছন্দ করছেন এবং এই উদ্যোগের জন্য তাঁর প্রশংসাও করছেন। তাৎপর্যপূর্ণভাবে, জ্যাকলিন ফার্নান্ডেজ সম্প্রতি তাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে রোটি ব্যাংক ফাউন্ডেশনের রান্নাঘরটি পরিদর্শন করেছিলেন। রোটি ব্যাঙ্কের দল এবং তার ইওলো দলের পাশাপাশি, এই অভিনেত্রী খাদ্য রান্না করেছিলেন এবং অভাবীদেরও খাবার সরবরাহ করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥