সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিও ভাইরাল (Viral Video)। ভিডিওয় চিকিৎসকদের ‘শয়তানের পোশাক পরিহিত’ বলে অভিহিত করছেন হাস্যকৌতুক শিল্পী (Comedian)। করোনা আবহে নিজেদের প্রাণপাত করে লড়ে চলেছেন যে চিকিৎসকরা, তাঁদের নিয়ে এহেন মাত্রাছাড়া ‘মজা’ করার সাজা পেলেন শিল্পী!
বলিমহলে (Bollywood) গত একদশক ধরে হাস্যকৌতুক হিসেবে বহুল খ্যাতি রয়েছে শিল্পী সুনীল পালের (Sunil Pal)। দিন পনেরো আগে একটি ভিডিও পোস্ট করেন সুনীল, যেখানে তিনি বলেন ৯০% চিকিৎসক নাকি ‘শয়তানের পোশাক’ পরে থাকেন এবং বাকি ১০% আসলে সঠিক কাজটি করেন। সুনীলের ভিডিও থেকে এই অংশটি দাবানলের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে। ফলস্বরূপ কমেডিয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় থানায়!
যদিও এ বিষয়ে থানার তরফে কোনোরকম নোটিশ পাওয়ার কথা নাকচ করেছেন সুনীল। ইতিপূর্বেও বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন সুনীল। কিন্তু কোভিড পরিস্থিতিতে যেখানে প্রাণ বাজি রেখে কাজ করে চলেছেন চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, সেখানে এহেন মন্তব্য কেন করলেন সুনীল, সে বিষয়ে সরাসরি হাস্যকৌতুক শিল্পীকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চেয়েছেন সুনীল। যদিও তিনি এও বলেছেন, “৯০% চিকিৎসককে আমি শয়তানের পোশাক পরিহিত বা ‘চোর’ বলে দাগিয়েছি, অর্থাৎ ১০% নিজের কাজ ঠিক করে করছেন। অতএব কেউ যদি সত্যিই সঠিকভাবে কাজ করে চলেছেন, তাহলে তাঁর তো গায়ে লাগার কথাই নয়।” তবুও তাঁর কথায় যাঁরা যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের প্রতি বেশ নম্রভাবেই ক্ষমাজ্ঞাপন করেছেন এই কমেডিয়ান।