শসা (Cucumber) হল এমন একটা সবজি বা ফল যেটা খাবার থেকে রূপচর্চা (Beautycare) সবেতেই কাজে লাগে। সত্যি বলতে কি শসার মত গুণ সমৃদ্ধ ফল প্রকৃতিতে অনেক কমই রয়েছে। শসায় ভিটামিন সি, এ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এমনকি শসার খোসাও ফেলার যোগ্য নয় সেটাতেও রয়েছে ডায়েটারি ফাইবার। আজ দেখে নেব এই শসা দিয়েই কিভাবে গরমে রূপচর্চা করে ত্বকের যত্ন।
দামি ক্রিম বা ফেসপ্যাকের পিছনে টাকা খরচ না করে শসা দিয়েই বাড়িতে করা যায় রূপচর্চা। শসা দিয়েই তৈরী করে নেওয়া যায় ফেসপ্যাক (Cucumber Face Pack)। আসুন দেখে নেয়া যাক কিভাবে শসা দিয়ে ফেসপ্যাক তৈরী করবেন ও সেটাকে ব্যবহার করবেন।
শসা এবং অ্যালোভেরার প্যাক
- একচামচ অ্যালোভেরা জেল বা অ্য্যালোভেরা জুস এর সাথে একটু গ্রেটেড শসা ভালো করে মিশিয়ে নিন।
- এরপর সেটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।
- তারপর মৃদু উষ্ণ জলে মুখ পরিষ্কার করে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
শসা ও বেসনের ফেস প্যাক
- একটি পাত্রে ২ চামচ বেসন ও ২ থেকে তিন চামচ শসার রস ভালো করে মিশিয়ে পেস্ট বানান।
- এরপর সেই পেস্টটি ভালো করে মুখে মেখে নিন।
- কিছুক্ষন অপেক্ষা করে শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
- এটি শুষ্ক ত্বক থেকে মুক্তি দেবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
শসা ও টম্যাটোর ফেস প্যাক
- শসার সাথে সাথে টম্যাটো ও ত্বকের জন্য বেশ উপকারি। তাই একটি জায়গায় শসার খোসা ছাড়িয়ে, শসা ও টম্যাটোর পেস্ট বানান।
- তারপর সেটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন এক থেকে দু মিনিট।
- তারপর সেটি ১৫ মিনিট মত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি স্কিনকে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্যে করবে।
শসা ও আলুর ফেস প্যাক
- প্রথমে শসা ও আলুর রস করতে হবে।
- এরপর একটি জায়গায় একচামচ শসার রস ও একচামচ আলুর রস মিশিয়ে নিতে হবে।
- তারপর এতে একটু তুলো ভিজিয়ে তুলোয় করে মুখে লাগাতে হবে।
- তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে।
- এটি ট্যান রিমুভ করতে সাহায্য করবে। এছাড়াও চোখের নীচের কালি দূর করতেও বেশ উপকারি।