টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক (Koel Mallick)। বিখ্যাত টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই নাটের গুরু ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়ে যান কোয়েল। সেই যে শুরু হল তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একেরপর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।
গতবছর লকডাউনে মা হয়েছিলেন অভিনেত্রী। ২০১৩ সালে নিসপাল সিংকে ( Nispal Singh ) বিয়ে করেছিলেন অভিনেত্রী। এরপর ২০১৯ এ তাদের কোলে আসে এক পুত্র সন্তান। গতবছর আজকের দিনেই জন্ম হয়েছিল কবীরের। অবশ্য কবীরের নাম জানতে অপেক্ষা করতে হয়েছিল দূর্গা অষ্টমী পর্যন্ত। দূর্গা অষ্টমীতে স্বামী ও পুত্র সহ বাঙালি সাজে সেজে ছেলের নাম জানিয়েছিলেন অভিনেত্রী।
এবার দেখতে দেখতে এক বছর বয়সে পা দিল ছোট্ট কবীর। প্রথম সন্তানের প্রথম জন্মদিন নিশ্চই পালন করেছেন মা বাবা। তবে, দেশের করোনা পরিস্থিতির কারণে সেই সেলেব্রেশন সীমিত রয়েছে পরিবারের মধ্যেই।তবে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামীরা কিন্তু ভুলে যায়নি কবীরের জন্মদিনের কথা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে অনেকেই কবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এমনিতেও কিছুদিন আগেই ২৮ শে এপ্রিল ছিল অভিনেত্রী কোয়েলের জন্মদিন। নিজের ৩৮তম জন্মদিনেও সেভাবে সেলেব্রেশন করেননি কোয়েল। তাঁর মতে, যেখানে দেশের মানুষের এই পরিস্থিতি। সেখানে জন্মদিনের সেলেব্রেশনটা এবছর থাকে। বদলে একেবারে অন্যভাবে নিজের জন্মদিন সেলেব্রেটি করেছেন কোয়েল। জন্মদিনটা বাড়িতেই স্বামী আর ছেলেকে নিয়ে উদযাপন করেছেন অভিনেত্রী।
তবে সাথে একটি আশ্রমের কিছু বাচ্চাদের সাথেও কাটিয়েছেন দারুন মুহূর্ত। তবে পুরো ব্যাপারটাই হয়েছে ভার্চুয়ালি। ফেসবুকে টলি কুইন পেজের তরফে অভিনেত্রীর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। ভিডিওটি বেশ ভাইরালও হয়েছিল।