বাঙালি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। যদিও টেলিভিশন সিরিয়ালের দৌলতে অভিনেত্রীকে আরেকটা নাম বেশি চেনেন দর্শকেরা। শেষ ‘কে আপন কে পর (Ke Apon Ke Por)’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর সিরিয়ালে মূল চরিত্রে জবার ভূমিকায় অভিনয় করেছিলেন পল্লবী। সেই থেকেই অভিনেত্রীকে তার আসল নাম পল্লবীর থেকে বেশি জবা নামেই চেনেন সাধারণ মানুষ।
তবে এর আগেও একটি সিরিয়াল করেছিলেন অভিনেত্রী। ‘দুই পৃথিবী’ নামের একটি বাংলা সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে আগের সিরিয়ালের তুলনায় জবা চরিত্রে অভিনয়ই নতুন পরিচিতি দিয়েছে অভিনেত্রীকে। ‘কে আপন কে পর’ সিরিয়াল শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। তবে সিরিয়ালের জবাকে এখনো সকলেই মনে রেখেছেন বেশ।
আসলে সিরিয়ালে অভিনয়ের জেরে জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে অভিনেত্রীর। আর সেই কারণে সোশ্যাল মিডিয়াতেও অনুগামীর সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সেখানে মাঝে মধ্যেই অনুগামীদের উদ্দেশ্যে নানান ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। যা বেশ পছন্দ হয় অনুগামীদের, যে কারণে বেশ ভাইরালও হয়ে পড়ে।
সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিটি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে ছবিতে বরাবর যেভাবে দর্শকরা যেভাবে দেখে অভ্যস্ত অভিনেত্রীকে তার থেকে একেবারেই আলাদা লুকে দেখা গিয়েছে তাকে। সাদামাটা গৃহবধূর লুক ছেড়ে একেবারে বোল্ড বিউটি সেজে ছবি সাড়ে করেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমত ঝড় উঠেছে অনুগামীদের মনে।