মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ছেড়ে চলে গিয়েছে সন্তান স্নেহে পালিত পোষ্য চিকু। টলিউডের অভিনেত্রী নিজেকে বরাবরই দুই সন্তানের মা বলতেন। আর তার দুই সন্তানের একজন ছিল চিকু। অন্য জনের নাম ম্যাক্স। চিকুকে একেবারে সন্তানস্নেহে বড় করে তুলছিলেন অভিনেত্রী। কিন্তু হটাৎই ক্যান্সার ধরা পরে চিকুর। মা বাবা যেমন সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন তেমনি চিকুর জন্য চেষ্টার ত্রূটি রাখেননি অভিনেত্রী।
চেন্নাইতে গিয়ে খানিক সুস্থ্য হলেও মায়ের কোল খালি করে চলে গেছে চিকু। চিকুর মৃত্যুর দিন ভারাক্রান্ত মন নিয়েই সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছিলেন মিমি। এরপর থেকে তার সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে ভরে গিয়েছে চিকুর ছবিতে। আসলে চিকুর ছেড়ে যাবার শোক এখনো অভিনেত্রী।
তবে মন খারাপ কাটিয়ে অসহায় মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন মিমি চক্রবর্তী। যাদবপুরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে শুক্রবার রাতেই কিছু ডাক্তারদের হেল্পলাইন নাম্বার শেয়ার করেছেন তিনি। তাঁরা আইসোলেশনে ব্যক্তিদের পরামর্শ দেবেন। এছাড়াও অক্সিজেন ও বেডের জন্যও রয়েছে নাম্বার।
View this post on Instagram
একজন সাংসদের এই পদক্ষেপে অনেকেই খুশি হয়েছেন। তবে সাধারণ মানুষের কথা মনে পড়লেও অনেক দেরিতে সেটা মাথায় এসেছে অভিনেত্রীর। এতদিন ব্যস্ত ছিলেন চিকুর শোকে। তাই সোশ্যাল মিডিয়াতে পোষ্য চিকুকে নিয়ে নানান বাজে মন্তব্য উঠে এল অভিনেত্রীর দিকে। এক নেটিজেনের মতে, ‘এত মানুষ মরছে আর তুমি তোমার কুকুরের শ্রাদ্ধ উদযাপন করছো? লজ্জা লাগে না? পরের বার কুকুরদের ভোট নিও। মানুষদের কাছে ভোট চাইতে এসো না।’
আসলে চিকু পর ফুল দিয়ে সাজানো হয়েছিল তার কবর। সেই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী মিমি। এরপর চিকুর আত্মার শান্তিকামনার জন্য করা হয়েছিল শেষকৃত্য সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। এরপরেই এই ধরণের কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।