• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটানা পিপিই কিট পরে যুদ্ধ করোনার সাথে! ঘেমে একাকার ডাক্তারের ছবি নেটপাড়ায়

Published on:

Dr. Wearting PPE Suit for 15 hours

দেশে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) এসেছে। চারিদিক থেকে রোজ লক্ষ লক্ষ মানুষের করোনা আক্রান্ত হবার খবর মিলছে। তবে প্রথমবারের থেকেই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসেছে করোনা। তীব্র শ্বাসকষ্ট শুরু হচ্ছে, যার জেরে অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছে কয়েকগুণ। অথচ অক্সিজেনের হাহাকার পরে গিয়েছে দেশে। ডাক্তারেরাও আপ্রাণ চেষ্টা করছেন মানুষের প্রাণ বাঁচানোর।

সম্প্রতি এক ডাক্তাদের ছবি অত্যন্ত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিটিতে দেখা যাচ্ছে একটানা ১৫ ঘন্টা ধরে পিপিই কিট পরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করেছেন তিনি। এই তীব্র গরমে একটানা ১৫ ঘন্টা পিপিই কিট পরে বেহাল দশা হয়েছে চিকিৎসকের। ঘেমে নেয়ে একাকার তিনি।

Dr. Wearting PPE Suit for 15 hours

ছবিতে যে ডাক্তারবাবুকে দেখা যাচ্ছে তিনি হলেন ডঃ সোহিল। টুইটারে নিজের এই অবস্থার ছবি শেয়ার করেছেন তিনি। আর শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে ছবিটি। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ দেশের জন্য সেবা করতে পেরে গর্বিত’! এরপর আরো বলেন তিনি, ‘আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছি। কখনো একফুট তো কখনো এক ইঞ্চি দূরত্ব থাকছে করোনা পসিটিভ রুগীদের থেকে। আপনারা দয়া করে ভ্যাকসিন নিন’।

একজন ডাক্তারের এই ছবি আগুনের মত ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। টুইটার থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসাপে ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে ছবিটি। সাথে সাথে ছবিটি দেখে ডাক্তারদের প্রতি কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। কারণ তারা যা থাকলে যে করোনার বিরুদ্ধে যুদ্ধে হেরে যেতাম আমরা।

প্রসঙ্গত, বর্তমানে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাই সরকার তথা ডাক্তারবাবুরা বারবার অনুরোধ করছেন নিজেদের সুরক্ষিত রাখার জন্য। সকলকে উপদেশ দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহার করার জন্য ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥