viral video: সোশ্যাল মিডিয়া ভারী মজার জায়গা। মুহূর্তে বিশ্বের এক প্রান্তের খবর আরেক প্রান্তে পৌঁছে দেয় কয়েক সেকেন্ডেই। আর তার মধ্যেই একেকটা ভিডিও যেমন দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা অদ্ভুত ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে কার্যত অবাক নেটিজেনরা।
টয়লেট (Toilet) একটা বাড়ির সবচেয়ে অস্বাস্থ্যকর জায়গা। শরীরের জমে থাকা বর্জ্য পদার্থ বর্জনের জন্যেই তা ব্যবহার করা হয়ে থাকে। সেখানে ঘুরে বেড়ায় হাজারো ভাইরাস ব্যাকটেরিয়া। এবার সেই নোংরা কমোডেই খাবার পানীয় বানাতে দেখা গেল এক মহিলাকে।
ভিডিওটিতে দেখা গেছে, টয়লেটের কমোডের ভেতর ঠাণ্ডা পানীয় তৈরি করছেন এক নারী। কোমডের মধ্যে একের পর এক আইসক্রিম, ঠাণ্ডা জল, সোডা, ফান্টার মতো পানীয় ঢেলে, তা ঘুঁটিয়ে ঘুঁটিয়ে বন্ধুদের জন্য পার্টি ড্রিঙ্কস তৈরি করে বন্ধুদের পরিবেশন করেন এক মহিলা। এই অদ্ভুত ভিডিও নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।কমোডের মধ্যে ওই নারীর পানীয় তৈরির কীর্তি প্রকাশ্যে আসার পর একের পর এক সমালোচনা উঠে আসছে।
White people need to be STOP pic.twitter.com/vbb85Yk4W5
— Curlyixing (@curlyixing) April 22, 2021