দর্শকরা আজও মুগ্ধ হন সুচিত্রা সেনকে (Suchitra Sen) পর্দায় দেখে। মহানায়ক উত্তম কুমারের (Uttam kumar) সঙ্গে তার জুটি আজও ‘চিরসবুজ’। কত জুটিই এলো গেল, কিন্তু কেউই উত্তম-সুচিত্রাকে ছাপিয়ে যেতে পারেনি আজও। ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে প্রথম একফ্রেমে দেখা যায় এই জুটিকে। কিন্তু এক কালের জনপ্রিয়
অভিনেত্রীর শেষ জীবনটা বেশ রহস্যময়। রইল অভিনেত্রীর জীবনের অজানা ৫ টি তথ্য।
সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমা ‘শেষ কোথায়’ আজও মুক্তি পায়নি। ১৯৫২ সালে নির্মিত হয়েছিল সিনেমাটি।
১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য স্বীকৃতি পান সুচিত্রা সেন। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী তিনি।
বলিউডে ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে বেশ কয়েকটি ছবি হয়েছে। পার্বতী চরিত্রে প্রথম অভিনয় করেছেন সুচিত্রা সেন। বলিউডে সুচিত্রা সেনের প্রথম ছবি ছিল ‘দেবদাস’।
শুটিং ডেট না থাকার কারণে সত্যজিৎ রায়ের ‘চৌধুরানী’ ছবিতে কাজ করতে চাননি সুচিত্রা সেন। সেই কারণে সত্যজিৎ রায় ছবিটিই আর বানাননি।
সুচিত্রা সেন দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লীতে যেতে হতো তাকে। কিন্তু তিনি জনসমক্ষে আসতে চাননি।