• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুল জীবনে মাস্টারের থেকে প্রেম প্রস্তাব পেয়েছিলেন কোয়েল! নিজেই স্বীকার করলেন সেই অভিজ্ঞতা

টলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বিখ্যাত টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই নাটের গুরু ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়ে যান কোয়েল। সেই যে শুরু হল তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একেরপর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।

শুধুই যে সফল অভিনেত্রী তা কিন্তু নয়, অভিনেত্রী হবার পাশাপাশি কোয়েল একজন সফল গৃহিণী। ২০১৩ সালেই ব্যবসায়ী প্রযোজক নিসপাল সিং এর সাথে বিয়ে সারেন অভিনেত্রী। গতবছর একটি পুত্র সন্তানের মা হয়েছেন। তবে, অভিনেত্রীর বিয়ের সময় টলিউডের অভিনেতা জিৎ এর সাথে তার সম্পর্ক নিয়ে কিছু গুঞ্জন উঠেছিল। তবে বর্তমানে অভিনয় ও সংসার বেশ ভালোভাবেই সামলাচ্ছেন কোয়েল মল্লিক।

   

কোয়েল মল্লিক Koel Mallick

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কোয়েলের ছবি ‘ফ্লাই ওভার’। অভিমন‍্যু মুখার্জি পরিচালিত ছবিতে কোয়েলের অভিনয় বেশ প্রসংশিত হয়েছে। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও করোনা শুরুর আগেই আরেকটি ছবি ‘বনি’-র কাজ সেরেফেলেছেন তিনি। বনি ছবিতে কোয়েলের বিপরীতে অভিনয় করছেন টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি (parambrata chatterjee)।

সম্প্রতি অভিনেত্রীর এক পুরোনো ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে নিজের জীবনের কিছু গোপন তথ্য দর্শকের সাথে শেয়ার করেছিলেন কোয়েল। ভিডিওটি অনুরাগ বাসুর টক শো ‘কে হবে বিগেস্ট ফ‍্যান’ এর ভিডিও। শোতে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কোয়েল। শোতে নিজের প্রেমের সম্পর্কে কিছু কথা জানান অভিনেত্রী। তিনি জানান যে কলেজে পড়াকালীন কোনো প্রেমপত্র পাননি। তবে স্কুলের ভূগোল শিক্ষক তাকে প্রেম নিবেদন করে চিঠি লিখেছিলেন। আর সেই সময় প্রেমপত্র পেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

site