বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘দেশের মাটি(Desher Mati)’। সিরিয়ালে বিলেত ফেরত এক ছেলের সাথী গ্রামের এক মেয়ের প্রেমের কাহিনী দেখানো হয়েছে। সিরিয়ালে যে গ্রামটি কথা বলা হয়েছে সেটা হল স্বরূপনগর সেখানকার মুখার্জিবাড়ি কে কেন্দ্র করে সিরিয়ালের কাহিনী। সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছে নোয়া ও কিয়ান। আমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das), আর কিয়ানের চরিত্রে রয়েছেন দেবজ্যোতি দত্ত (Debojyoti Dutta)।
আজ কিয়ান অভিনেতা দেবজ্যোতি দত্তের সম্পর্কে কিছু কথা আপনাদের জানাবো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের বেশ কিছু তথ্য শেয়ার করেছেন দেবজ্যোতি। যার মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা হয়ত আগে আপনি জানতেন না। এই যেমন ধরুন এখন অব্দি সিঙ্গেল রয়েছেন দেবজ্যোতি।
সিরিয়ালের পর্দায় বেশ বড় চরিত্রে অভিনয় করলেও আসলে কিন্তু কলেজের স্টুডেন্ট দেবজ্যোতি। বর্তমানে কলেজের তৃতীয় বর্ষের ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন দেবজ্যোতি। আর এই বয়সেই বলতে গেলে টলিউড সেলিব্রিটি হয়ে গিয়েছেন দেবজ্যোতি।
বর্তমানে অভিনেতাকে দেশের মাটি সিরিয়ালে দেখতে পাওয়া গেলেও এর আগেও আরো একটি সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। জয়ী সিরিয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন দেবজ্যোতি।সত্যি বলতে কি দেবজ্যোতি অভিনয়ে আসার গল্পটাও বেশ মজাদার। ফ্ল্যাটের পাশেই একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে জয়ীর কাস্টিং ডিরেক্টরের সাথে আলাপ হয় তার। এরপর ক্লাস টুয়েলভ এর দেবজ্যোতি কে সোজাসুজি অডিশনের জন্য ডেকে পাঠানো হয়। অডিশনে দিয়ে সিলেক্ট হয়ে যান তবে মজার বিষয় হলো সিরিয়াল পুরো পুরোদমে শুরু হওয়ার আগে পর্যন্ত তিনি জানতেন না যে সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করতে হবে তাকে।
বর্তমানে দেশের মাটি সিরিয়ালে নোয়া ও কিয়ান জুটিকে বেশ মনে ধরেছে দর্শকদের। তবে অভিনেত্রী শ্রুতি কিন্তু দেবজ্যোতির থেকে বয়সে বড়, তাই শ্রুতিদি বলেই ডাকে তাকে। অবশ্য একেবারে বন্ধুর মতো হয়ে গিয়েছে দুজনেই। যে কারণে সিরিয়ালের কিছু দৃশ্যে ঘনিষ্ঠ অভিনয়ের সময়ে কোনো অসুবিধা হয় না। একজন অভিনেতা হিসেবে নিজেকে আরো ভালো করতে চায় দেবজ্যোতি। বহু অভিনেতাদের থেকে অনেক কিছু শেখার সুযোগও হয় তার।
নিজের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত দেবজ্যোতি। শুটিংয়ের পরেই জিমে যান নিজেকে ফিট রাখতে। তবে সিরিয়ালের এমন সুন্দর হিরোর কিন্তু এখনো কোনো বাস্তব জোটেনি। আফসোসের শুরে না হলেও অভিনেতা বলেন, সব বন্ধুদের গার্লফ্রেন্ড হয়ে গেলেও এখনও সিঙ্গেলই আছেন তিনি। অবশ্য অভিনয়ের জেরে ফ্যানের অভাব নেই দেবজ্যোতির, প্রেম প্রস্তাবও পেয়েছেন প্রচুর। তবে জীবনের আসল প্রেমিকার খোঁজ এখনো পাননি অভিনেতা।