• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাছে নেই শুভশ্রী তাই একরত্তি যুবান কেই জ্বালিয়ে মারল রাজ! চুপচাপ সহ্য করল খুদে

raj chakraborty yuvaan

নাহ স্বস্তির দিন শেষ। গতবার করোনা মহামারী যখন মারাত্মক আকার ধারণ করেছে তখন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) পেটে ছিল যুবান (Yuvaan) । আজ প্রায় ৭ মাস বয়স হতে চলল রাজশ্রী পুত্র যুবানের। কিন্তু আগের বার সাবধানে থেকে বিপদ এড়াতে পারলেও এবারে শেষ রক্ষা হলনা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এল। তবে আমার ছেলে, যুবান সুস্থ আছে। রাজ এই মুহূর্তে ব্যারাকপুরে। আমি বড়িতেই কোয়ারেন্টাইনে আছি। পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে আমি সমস্ত কোভিডবিধি মেনে চলছি। সকলকে অনুরোধ করছি, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস আবার ফিরে এসেছে। সকলে সাবধানে থাকুন।’

রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,যুবান,Raj Chakraborty,Subhashree Ganguly,Yuvaan,corona virus,Assembly election 2021,barrackpore,adorable photo of yuvaan and raj chakraborty,viral video

অন্যদিকে এতদিন পর্যন্ত নির্বাচনের কাজে ব্যারাকপুরেই ব্যস্ত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । বিধানসভার ষষ্ঠ দফার ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়েছেন রাজ। এইকদিনে রাজের উপর দিয়ে গিয়েছে অসংখ্য ঝড় ঝাপটা। কাছে ছিলনা তার আদরের ছেলে বউ কেউই। যুবানও মা বাবাকে বেজায় মিস করেছে কদিন।

তাই ছেলের কাছে ফিরেই এতদিন যুবানকে কাছে না পাওয়ার সমস্ত মনখারাপ উসুল করে নিয়েছেন রাজ চক্রবর্তী। ছেলেকে একা পেয়ে কার্যত ‘অত্যাচার’ চালিয়েছেন রাজ, আর যুবানকে বলেছেন চুপচাপ সহ্য করে যেতে। শান্ত, ভদ্র, ছোট্ট যুবান টু শব্দটিও না করে বাবার অত্যাচার সহ্যই করেছে অগত্যা৷

তা অত্যাচারটা কিরকম? আসলে এত্তদিন পর ছেলেকে পেয়ে প্রবল চটকেছেন রাজ, ক্যামেরার সামনেই প্রায় চুমুতে ভরিয়ে দিয়েছেন একরত্তিকে। আর বারবার বলেছেন চুপচাপ এই অত্যাচার সহ্য করতে, সারা জীবন সহ্য করতে। লক্ষ্মী ছেলের মতো তাই শুনেছে যুবানও৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥