বিকেলে সূৰ্য্যিমামা ডুব দিলেই ঘরে ঘরে আলোর জ্বালার পাশাপাশি শুরু হয় সিরিয়াল পর্ব। বাঙালিদের ঘরে ঘরে টিভির সামনে হাজির হয় মা বউ থেকে শুরু করে মেয়েরা। পছন্দের সিরিয়াল দেখার জন্য টিভির রিমোট নিয়েই বসে থাকেন দর্শকেরা। আর বাঙালি দর্শকদের দীর্ঘ দিন ধরে পছন্দের সিরিয়াল হল করুণাময়ী রানী রাসমণি। সিরিয়ালের মূল চরিত্রে রয়েছে দিতিপ্রিয়া রায়। এছাড়াও ‘কুমারী’ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অস্মি ঘোষ (Asmee Ghosh)।
সম্প্রতি ছিল অভিনেত্রী অস্মির জন্মদিন। বিগত ২১শে এপ্রিল ছোট করে জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন অভিনেত্রী। তবে জন্মদিনে সারপ্রাইজ গিফট পাবার বদলে দর্শকদের সারপ্রাইজ দিয়েছেন অভিনেত্রী। হ্যাঁ ঠিকই দেখলেন একেবারে সারপ্রাইজ দিয়েছেন অভিনেত্রী। আসলে দীর্ঘ দিন ধরেই প্রেম করছে ‘রানী রাসমণি’ এর কুমারী অভিনেত্রী অস্মি। এবার সেই ভালোবাসার মানুষকেই সকলের সামনে হাজির করলেন অভিনেত্রী।
জন্মদিনে প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী সকলের সাথে। ইনস্টাগ্রামে নিজের প্রেমিকের সম্পূর্ণ পরিচয় দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর প্রেমিকের নাম শুভঙ্কর সাহা (shubhankar saha)। তবে শুধু সেটাই নয় শুভঙ্করের পরিচয়, সে একজন ভালো ড্যান্সার তথা ইউটিউবার কাম ভ্লগার।
২০১৮ সালেই শুভঙ্কর ও অস্মির প্রেমকাহিনী শুরু হয়েছিল। এরপর কেটে গিয়েছে ২টো বছর তবে প্রেম কমেনি বরং আরো গাঢ় হয়েছে ভালোবাসা। জন্মদিনে প্রেমকি শুভঙ্করকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন অস্মি। ক্যাপশনে লিখেছেন, ‘ আমার সাফল্যের রহস্য। আমি জানি যে আমি অনেক সময়েই আমার জীবনে তোমার উপস্থিতির গুরুত্ব দিই নি। ধন্যবান আমার মতো একটা মেয়েকে এতবছর সহ্য করার জন্য। হয়তো তোমার ভালোবাসার মূল্য দিতে পারবো না কোনোদিন। তবে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে’।
অভিনেত্রীর এই ছবি শেয়ার হবার পর থেকেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি অভিনেত্রী ঐন্দ্রিলা হাজির হয়েছেন দুজনের ছবি দেখতে। ছবি দেখে ঐন্দ্রিলা মন্তব্য করেছেন, ‘হুমম কানটা মুলবো?’ যার প্রত্যুত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘মুলেই দাও তাহলে’।