অভিনেতা সইফ আলি খানের (Saif Ali khan) বোন সাবা আলি খান (Saba Ali khan) সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তিনি পরিবারের সদস্যদের ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি সাবা তার ভাইপো ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan) একটি ছোটবেলার ছবি শেয়ার করে লেখেন, “আমি ভাবছি, কে এটা?”
অনেকেই এই ছবি দেখে সইফ আলি খান ভেবে ভুল করেছেন। ছবিতে ছোট্ট ইব্রাহিম একটি কালো টিশার্ট পরে খেলনা গাড়ির উপর বসে রয়েছে। আর সরাসরি ক্যামেরাই তাকিয়েছে। এই ছবি দেখে অনেক অনুগামীরাই বলেছে, এ যেন ‘অবিকল সইফ আলি খান’।
সাবা প্রায়শই তার ব্যক্তিগত অ্যালবাম থেকে ছবিগুলি শেয়ার করে। তার পোস্টগুলিতে তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে সাইফ, কারিনা কাপুর খান, তৈমুর, সারা আলি খান, ইব্রাহিম, সোহা আলি খান, কুনাল কেম্মু, ইনায়া, শর্মিলা ঠাকুর এবং মনসুর আলী খান পতৌদি।
এই মাসের গোড়ার দিকে সাবা একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেছিলেন যে যখন তিনি স্টুডিওতে কিছু পারিবারিক ছবি প্রিন্ট করতে গিয়েছিলেন তখন দোকানের এক কর্মচারী মন্তব্য করেছিলেন যে তার পরিবারের সকলের ছবিই রয়েছে শুধু সাবার নিজের কোনোও ছবি নেই।