খড়কুটো (Khorkuto) সিরিয়াল নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই। বাঙালির পছন্দের সিরিয়ালের তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছে খড়কুটো। গুনগুনের মত একটা ছটফটে স্বভাবের মেয়ের সাথে রাগী আর গম্ভীর সৌজন্যের জুটি বেশ মনে ধরেছে দর্শকদের। বলতে গেলে এমন জুটির প্রেমেই পরে গিয়েছে দর্শকেরা। কখনো খুনসুটি তো কখনো একেঅপরের প্রতি প্রেম এই নিয়েই চলছে সিরিয়াল। অবশ্য বর্তমানে দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশ হতে শুরু করেছে বেশ ভালই।
সিরিয়ালে গুনাগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিয়ালের দারুন অভিনয়ের কারণে অভিনেত্রী বেশ পপুলার। অবশ্য আরো একটা কারণে দারুন চাহিদা রয়েছে গুনগুন থুড়ি তৃণার। সেটা হল সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় গুনগুন। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ১.৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে অভিনেত্রীর। আর অনুগামীদের নানান মজাদার রইল ভিডিও আর ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন অভিনেত্রী।
কখনো সিরিয়ালের সহ অভিনেতা অভিনেত্রী, তো কখনো মেকআপ আর্টিস্ট তো কখনো আবার বর নীলের সাথে রিল ভিডিও শহরে করেন তৃণা। সম্প্রতি তৃণা একটি রিল ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ফুল ও সোয়্যাগ নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে তৃণাকে। জনপ্রিয় হিন্দি গান ‘ইয়ে লড়কা হে দিওয়ানা’ গানে সিরিয়ালের পটকা অর্থাৎ অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের সাথে নাচতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
ভিডিওটি শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই ভিডিওটিতে ৪৩ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। সাথে রয়েছে অসংখ্য লাইক আর কমেন্ট। আসলে প্রিয় অভিনেত্রীর রিল বলে কথা পছন্দ তো হবেই।