• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের মতো কার্তিককেও আত্মহত্যা করতে বাধ্য কোরো না! করণ জোহারকে নিশানা ক্যুইন কঙ্গনার

Kangna ranaut,kartik aaryan,Karan Johar,Sushant Singh Rajput,Bollywood,Dostana 2,Dharma production,কঙ্গনা রানাউত,কার্তিক আরিয়ান,করণ জোহার,সুশান্ত সিং রাজপুত,বলিউড

বলিউডের চকলেট বয় হিরো কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সম্প্রতি সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। নেপথ্যে দোস্তানা ২ ছবি থেকে তার বাদ যাওয়া। ‘প্যার কা পাঞ্চ নামা’ ছবিতে কার্তিকের কিছু ডায়লগ দর্শকদের মুগ্ধ করেছিল। সেই থেকেই ধীরে ধীরে অভিনেতার জনপ্রিয়তার গ্রাফ উর্ধমুখী। ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘পতি পত্নী ওর ওহ’ এরকম একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তাই বলিউডের অভিনেতাদের ভিড়ে কার্তিক আরিয়ান এখন বেশ জনপ্রিয়।

গতকাল সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছিলেন কার্তিক। যার কারণ করণ জোহরের ধর্মা প্রোডাকশন (Dharma Production) এর ছবি ‘দোস্তানা ২ (Dostana 2)’ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কার্তিককে। শুধু তাই নয়, সারাজীবনের জন্য অভিনেতাকে বয়কট করার সিদ্ধান্ত পর্যন্ত দিয়েছে ধর্মা প্রোডাকশন। আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ফের ভাইরাল হয়ে পড়েছে নেপোটিজম প্রসঙ্গ।

কার্তিকের ছবি থেকে বাদ পড়ার খবর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। এরপর থেকেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে তুলনা করা হয়েছে কার্তিক আরিয়ানের পরিস্থিতিকে। নেটিজেনদের মতে সুশান্তকে বলিউড ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরা ধীরে ধীরে অবসাদগ্রস্ত করেছিলেন। এবার কার্তিকের ক্ষেত্রেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে।

সুশান্তের মৃত্যুর পরেও সরব হয়েছিলেন বলি ক্যুইন, কার্তিকের সঙ্গে এই ঘটনা ঘটার পর ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত। কার্তিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় কঙ্গনার মনে পড়ে গেল সুশান্তের স্মৃতি। আর তার জেরেই করণ জোহারকে নিশানা করে টুইটারে একের পর এক বান ছুঁড়তে শুরু করলেন বলি ক্যুইন।

করণকে ঠুকে ক্যুইন কঙ্গনা বলেন, ঠিক এভাবেই সুশান্তকেও আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল ‘পাপা জো’ ও তার নেপো গোষ্ঠী। কঙ্গনা আরও অভিযোগ করে বলেন কার্তিককে একঘরে দেওয়ার চক্রান্ত চলছে। তাই এহেন অবস্থায় অভিনেতাকে ভেঙে না পড়ার পরামর্শ দেন কঙ্গনা, দেন পাশে থাকার বার্তাও। তিনি লেখেন, “যে তোমাকে গড়েনি, সে তোমাকে ভাঙতেও পারবেনা, নিজের উপর বিশ্বাস রাখো”।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥