বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘রানি রাসমণি’ (Rani Rashmoni)। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অল্প বয়সেই নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন রানি রাসমণির মত একটি চরিত্রকে। কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া , যা দর্শকদের সমান পছন্দের। যার প্রমাণ মেলে টিআরপি তালিকাতেও।
দিতিপ্রিয়ার তুখোড় অভিনয়ের জয়জয়াকার সর্বত্রই। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউড (Tollywood) -এর বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি বছরের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছে দিতিপ্রিয়া।
মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। লক্ষাধিক অনুগামী রয়েছে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়াতে। আর অনুগামীদের কিভাবে নিজের ছবি ও ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখতে হয় তা বেশ ভালোই জানেন রানীমা। মাঝে মধ্যেই কাজের ফাঁকে নানান ছবি শেয়ার করেন অভিনেত্রী।
সম্প্রতি কাজের ফাঁকে কিছুটা বিরতি নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। ঘুরতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছিল। জীবনের ছোট খাটো স্পেশাল মুহূর্তগুলির আপডেট সোশ্যাল মিডিয়াতে দেন দিতিপ্রিয়া। তাহলে কি আর বাঙালির প্রিয় অভিনেত্রী শুভ নববর্ষে শুভেচ্ছা জানাতে ভুলে যাবেন! তাও আবার হয় নাকি? মোটেই না।
পয়লা বৈশাখ উপলক্ষে সমস্ত অনুগামীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিতিপ্রিয়া। নিজের একটি ক্যানডিড ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ’। যেই না পোস্ট তেমনি ভাইরাল, আসলে দিতিপ্রিয়ার শেয়ার করা ছবি দেখার জন্য অধীর আগ্রহেই অপেক্ষায় থাকেন দর্শকেরা। তাই তো ছবি শেয়ার হবার কিছু সময়ের মধ্যেই ছবিতে ১৫ হাজারেরও বেশ লাইক পরে গিয়েছে। সাথে অজস্র শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে ছবির কমেন্ট বক্স।