সন্ধ্যার সন্ধ্যাপ্রদীপের সাথে সাথে শুরু হয় সিরিয়াল (Serial) পর্ব। সন্ধ্যা হলেই বাড়ির মেয়ে বউরা টিভির সামনে পছন্দের সিরিয়াল দেখার জন্য একত্রিত হন। সারাদিনের ব্যস্ততা আর কাজের ফাঁকে সিরিয়াল দেখেই বিনোদনের খিদে মেটান তাঁরা। সিরিয়াল না দেখলে যেন মন ভালো থাকে না কারোরই। কিন্তু এবার এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের ওপরেও থাবা বসাচ্ছে করোনা (Corona) মহামারী। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন দেশের মাটি সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।
স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না অভিনেত্রী, এরপরেই নিজেকে আইসোলেট করে করোনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পসিটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না অভিনেত্রীর। তাই বাড়িতেই ছিলেন আর সাথে চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খাচ্ছিলেন। এমন কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন প্রেমিক তথা বাংলা সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি ইতিমধ্যেই নিজের অভিনয় দিয়ে লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করেছেন। কিন্তু অভিনেত্রীকে নিজের গায়ের রঙ নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছিল একসময়। এবার করোনা আক্রান্ত হয়েও সেই বর্ণবিদ্বেষীদের হাত থেকে মুক্তি পাননি অভিনেত্রী। নিজের করোনা আক্রান্ত হবার খবর সোশ্যাল মিডিয়াতে জানাতেই অনেক অনুগামীরা দ্রুত আরোগ্য কামনা করেন। কিন্তু কিছু নেটজন নিজেদের নীচ মানসিকতার পরিচয় দেন ফের।
এক নেটিজেন লেখেন বাঁচা গেল ‘এই মুখটা আর দেখতে হবেনা’, আবার আরেকজন লিখেছেন, ” না খেয়ে মর”। অনেকেই এই কমেন্ট দেখেও চুপ করেই ছিলেন। কিন্তু এবার শ্রুতির প্রতি এহেন আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন টলিপাড়ার আরও দুই অভিনেত্রী। শ্রুতির অভিন্ন হৃদয় বন্ধু মানসী সিং এবং অন্বেষা হাজরা সেই নেটিজেনকে বললেন, “একজনের করোনা হয়েছে, তার যন্ত্রণা না বুঝে এভাবে কথা বলছেন কীভাবে? আপনিও তো একজন মহিলা। আপনি বোধহয় শুধু মহিলা হয়েই রয়ে গেছেন মানুষ হতে পারেননি। ” মানসী সিং লিখেছেন, “আমি গর্বিত ওকে নিয়ে ও নিজের যোগ্যতায় পরিচিত হবে গায়ের রঙে না”।
তবে, সে সব এখন অতীত। কারণ আজ বিকেলেই খুশির খবর হাতে পেয়েছেন অভিনেত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন, করোনা নেগেটিভ শ্রুতি। নিজেই সেই খুশির খবর শেয়ার করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে। রিপোর্টার ছবি শেয়ার করে জানিয়েছেন নিজের করোনা নেগেটিভ হবার কথা। অভিনেত্রী বলেছেন, ‘এই খবরের জন্য কোনো ক্যাপশনের দরকার আছে কি? যদিও একটু বানান ভুল রয়েছে রিপোর্টে তবে রিপোর্ট নেগেটিভ। এটা আমার কাছে একটা অবিস্মরণীয় যাত্রা হয়ে থাকবে।