যত দিন যাচ্ছে ততই যেন মারকাটারি চাবুক হচ্ছে মালাইকার (Malaika arora) ফিগার (Figure)। ৫০ বছর হতে চললেও অভিনেত্রী যৌবন ধরে রাখতে ওস্তাদ। কখনো উন্মুক্ত স্তনযুগল, কখনো সুঠাম নিতম্ব, কখনো বা অনাবৃত উরুতে নেটপাড়ায় ঝড় তোলেন অভিনেত্রী মালাইকা আরোরা। সাহসী হট অভিনেত্রীর যৌবন এবং চাবুক ফিগারের রহস্য ঠিক কি জানেন?
বয়স বাড়লেও ফ্যাশন এবং ফিগারে আজকালকার অভিনেত্রীদের কয়েক গোল দেবেন অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা। ফিটনেস এবং ফ্যাশন নিয়ে বরাবরই শিরোনাম কেড়েছেন অভিনেত্রী।
আসলে তার ফিগারের আসল রহস্য হল তার ডায়েট এবং শরীর চর্চা। তার মোহময়ী ফিগারের ট্রিগারে কাত আট থেকে আশি। জনপ্রিয় অভিনেত্রী তথা ফিটনেস গুরু হিসেবেও তাকে মানেন অনেকেই।…
রুটিন মেনে চলেন মালাইকা। কোনো কিছুর মূল্যেই তার নড়চড় হয়না। সকালে ঘুম থেকেই উঠেই যোগাভ্যাস তারপর হাঁটা,সুইমিং, দৌঁড়ানো এর সঙ্গে ওয়ার্ক আউট করেন। ফিগার ধরে রাখতে হাঁটাকেই অব্যর্থ মনে করেন অভিনেত্রী। প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট হাঁটার চেষ্টা করেন মালাইকা আরোরা। এছাড়াও নিয়মিত খান স্বাস্থ্যকর খাবার। তবে একঘেয়ে লাগলে মাঝেমধ্যে স্বাদ ও বদলান অভিনেত্রী।