টলিউডের (Tollywood) মোনালিসা (Monalisa) বর্তমানে বেশ জনপ্রিয়। ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ এখন টলিউডের ঝুমা বৌদি হিসাবে ব্যাপক জনপ্রিয়। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে উন্মুক্ত ক্লিভেজে হট অ্যান্ড সেক্সি লুকে ঝুমা বৌদির (Jhuma Boudi) দুর্দান্ত অভিনয় আজ বাঙালি পুরুষ মনে উন্মাদনার জোয়ার তোলে। সোজা ভাষায় বলতে গেলে মোনালিসা মানেই পুরুষদের বুকের ধুকপুকানি যেন বেড়ে ওঠে। এমনকি অনেকেরতো রাতের ঘুম ওড়ার জোগাড় হয়।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই দেওরদের থুড়ি অনুগামীদের উদ্দেশ্যে ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন তিনি। ছবিতে হট অ্যান্ড বোল্ড লুকসে অভিনেত্রী ছবি দেখে চোখ আটকাবেই। আর তাই তো ছবি শেয়ার হবার পর তা ভাইরাল হতেও খুব একটা দেরি লাগে না।
বর্তমানে একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন বাঙালির হার্টবিট বাড়িয়ে তোলা অভিনেত্রী মোনালিসা। কালার্সে ‘নমক ইশক কা’ সিরিয়ালে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে সিরিয়ালের কাজ করার মাঝেই সম্প্রতি আবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। যার কারণে বর্তমানে গৃহবন্দী রয়েছেন তিনি, সাথে নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ওষুধ চলছে। এবার বাড়িতে বসে ফাঁকা সময়েই ফের ভক্তদের জন্য বোল্ড লুকে হাজির হলেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বোল্ড ছবি শেয়ার করেছেন ঝুমা বৌদি। যা দেখে পুরুষ মনের ধুকপুকানি থামবার নাম নেই! নাইট ড্রেসে বিছানায় বসেই উষ্ণ চাহনির সাথে বোল্ড লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ছবিতে দেখা যাচ্ছে কাঁধের থেকে খসে পড়েছে অভিনেত্রী পরনের পোশাক। আর পোশাক পরে যেতেই উঁকি দিচ্ছে ক্লিভেজ। এমন ছবি কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! ইতিমধ্যেই ৬২ হাজারেরও বেশি হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে এই ছবি।