বলিউডের বিগবি অমিতাভ (Amitabh Bachchan) পুত্র অভিষেক বচ্চনের (Abhisekh Bachchan) অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই একথা ঠিক। কিন্তু, অমিতাভ বচ্চনের কেরিয়ার যে খুব একটা সুখকর ছিল এমনটা নয়। সাফল্য পেতে গিয়েও পাননি তিনি। রিফিউজির পর তার প্রাপ্তি ছিল এক্কেবারে শূণ্য৷ পরপর ১২ টি ছবি ফ্লপ হয় অভিষেকের৷
বলি শেহেনসার ছেলে হয়েও প্রথমদিকে বলিউডে বিশেষ সুবিধা করতে পারেননি অভিষেক বচ্চন। বাবার যোগ্য পুত্র না হওয়ার জন্য কথাও শুনেছেন অনেক৷ এই ডিপ্রেশন থেকেই বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেই তার মেন্টর হিসেবে তাকে পথ দেখিয়েছিলেন সিনিয়র বচ্চন।
গত ৮ই এপ্রিল ডিজনিপ্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনেতা বিগ বুল। ফের ধীরে ধীরে সাফল্য দেখছেন অভিনেতা। এই কামব্যাকের সময় দাঁড়িয়েই ফেলে আসা ব্যর্থ জীবন প্রসঙ্গে কথা বলার সময় বাবার প্রসঙ্গের উত্থাপন করেন অভিষেক।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গণমাধ্যমে ব্যর্থতা জীবনের অত্যন্ত কঠিন একটা সময়। সে সময় সামাজিক মাধ্যম ছিল না। কিন্তু আমি সংবাদমাধ্যমে পড়তাম আমাকে নিয়ে কীভাবে সমালোচনা হয়েছে। অনেকে এটাও বলেছে আমি অভিনয় একদমই জানি না।‘
অভিষেক এও জানান, ‘একটা সময় মনে হয়েছিল অভিনয় ছেড়ে দিই, সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিই। আমারই ভুল ছিল এই পেশা নির্বাচন। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার সিদ্ধান্ত জানাতে ড্যাডের কাছে গিয়েছিলাম। তখন বাবাকে আমাকে শক্তি জোগান।’
ভেঙেপড়া অভিষেক উঠে দাঁড় করিয়ে অমিতাভ বলেছিলেন, “হাতের সামনে সব পেয়ে যাবে বলে আমি তোমাকে বড় করিনি। প্রতি সকালে উঠে চড়া সূর্যের নিচেই তোমাকে জমি খুঁজে পেতে লড়তে হবে। অভিনেতা হিসেবে তুমি ক্রমশ উন্নতি করছো। ‘ছোট-বড়, গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন যে রোল পাবে, সেটাই নেবে। দেখবে সব ঠিক হয়ে গিয়েছে।” আর এই ভরসা থেকেই ফের অভিনয়ে সাহস পেয়েছেন অভিষেক।