• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিয়া মির্জা থেকে শ্রেয়া ঘোষাল ২০২১ এ গর্ভবতী হয়েছেন এই পাঁচ সেলিব্রিটিরা

মাতৃত্ব নারী জীবনের পরম পাওয়া। মা হওয়ার অনুভূতি একজন নারীকে এক পলকে বিশ্বের সমস্ত সুখ প্রদান করে থাকে। কোনো সাধারণ রমণী হোক কিংবা কোনো সেলিব্রিটি রমণী এই মা হওয়ার অনুভূতি সকলকেই শ্রেষ্ট করে তোলে। পাশাপাশি একজন পুরুষকেও আরও দায়িত্ববান করে তোলে। ২০২০ সালের এই ভয়ংকর কোভিড -১৯ এর জেরে এক দীর্ঘস্থায়ী লকডাউন চলাকালীন অনেক সেলিব্রিটি রমণী নিজেদের মাতৃসুখ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নিজেদের শুভানুধ্যায়ী অনুরাগীদের সাথে। তারা তাদের পরিবারে আগত নতুন সদস্যের পরিচয় করিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

চলতি বছর ২০২১ এ আরো কিছু সেলিব্রিটি (Celebrity) মা হতে চলেছেন। তারা তাদের গর্ভাবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের আগন্তুক সন্তানের জন্য ভাবপ্রবণ হয়ে উঠেছেন। তারা নিজের মতো করে তাদের খুশি প্রকাশ করেছেন। তাদের মধ্যে আছেন, দিয়া মির্জা, শ্রেয়া ঘোষাল, লিসা হায়ডন, গীতা বসরা ও নীতি মোহন। চলতি বছরে এই চারজন সেলিব্রিটি তাদের গর্ভাবস্থার (Pregnency) ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তারা এখন তাদের পরিবারের আগন্তুকের জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন।

   

দিয়া মির্জা (Diya Mirza)

Diya Mirza Babybump

সম্প্রতি কিছু দিন আগেই বৈভব রেখি -র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া মির্জা। বিয়ের পর তিনি স্বামী বৈভব এর সাথে মালদ্বীপ এ যান মধুচন্দ্রিমায়। সেখান থেকে তিনি নিজের একটি গর্ভাবস্থার ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর নিজের এই অনুভূতি তিনি কাব্যের ভাষায় প্রকাশ করতে চেয়েছেন অনুরাগীদের সামনে।

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal

বিগত ৫ ই ফেব্রুয়ারী ২০১৫ সালে নিজের ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায় -এর সাথে শ্রেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর গত ৪ ঠা মার্চ ২০২১ এ তিনি নিজের আগত সন্তানের খবর সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের জানান। তিনি নিজের গর্ভাবস্থার একটি সুন্দর ছবি পোস্ট করে সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন, তার পরিবারের আগত নতুন সদস্যের জন্য।

লিসা হায়ডন (Lisa Haydon)

Celebrities who got pregnent in early 2021,Shreya Ghoshal Pregnency,Diya Mirza Pregnency

লিসা হায়ডন বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী বিগত ২০১৬ সালের ডিসেম্বর মাসে লিনো লালভানিকে লিসা বিয়ে করেন। বর্তমানে লিসা হায়ডন হং-কং এ বসবাস করছেন। ২০২১ এ তিনি তার আগত তৃতীয় সন্তানের খবর তার অনুরাগীদের সাথে শেয়ার করেছেন। এমনকি চটি বছরের জুন মাসেই যে তার নবাগতা সদস্যা আসতে চলেছে পরিবারে তিনি সেই বার্তাও উল্লেখ করেছেন।

গীতা বাসরা (Geeta Basra)

Celebrities who got pregnent in early 2021,Shreya Ghoshal Pregnency,Diya Mirza Pregnency

হরভজন সিং এর স্ত্রী গীতা বসরা দ্বিতীয়বার মা হতে চলেছেন। ২০১৫ সালের ২৯ শে অক্টোবর তিনি হরভজন সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে তারা একটি কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ে হিনায়া হীর প্লাহা (Hinaya Heer Plaha) কে পেয়ে তারা বেশ খুশি। সম্প্রতি ২০২১ সালের ২০ শে মার্চ গীতা স্বামী হরভজন ও মেয়ে হিনায়ার সাথে নিজের গর্ভাবস্থার একটি ছবি পোস্ট করে আগত নতুন সদস্যের খবর নিজের অনুরাগীদের জানান।

নীতি মোহন (Neeti Mohan)

Celebrities who got pregnent in early 2021,Shreya Ghoshal Pregnency,Diya Mirza Pregnency

সংগীত জগতের একজন বিখ্যাত নাম হলেন নীতি মোহন। বিগত ২০১৯ এর ১৫ ই ফেব্রুয়ারি নিহার পান্ডেয়ার সাথে নীতি মোহন এর বিবাহ সম্পন্ন হয়। সম্প্রতি গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ নীতি ও তার স্বামী নিহার তাদের প্রথম সন্তানের আগমনের খবর জানান সোশ্যাল মিডিয়ায়। তাদের কাছে এ এক পরম অনুভূতি। তারা দুজনেই এই মুহূর্তে নবাগত কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন মনে-প্রাণে।

site