• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মধুবনীর কোলে এল রাজপুত্র, জন্মের পরেই কৃষ্ণের নামে সদ্যোজাতের নাম ঠিক করে ফেলেছে মা-বাবা!

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কমের (Valobasa dot com) দুই প্রধান চরিত্র ওম এবং তোরা। সিরিয়াল শেষ হয় যায় তবে প্রেমের নৌকা চলতে থাকে একেবারে উর্ধগতিতে। শেষে ২০১৭তে চার হাত এক হয় মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ও রাজা গোস্বামীর (Raja Goswami)।

বিয়ের পর কেটে গিয়েছে চার ছাড়তে বছর। বিয়ের পর একেঅপরকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। গত বছর করোনা কালেই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মা হতে চলেছেন মধুবনী, নিজের বেবিবাম্প সহ ছবি পোস্ট করে জানিয়েছিলেন সেই কথা। এবার অপেক্ষার শেষ, আজ অর্থাৎ শনিবার সকালেই মধুবনীর কোল আলো করে এল ছোট্ট এক রাজপুত্র। অভিনেত্রীর স্বামী রাজা গোস্বামী নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন সেই কথা।

   

Madhubani Goswami Became Mother

আজ সকালে স্ত্রী ও সদ্যজাত ছেলের ছবি শেয়ার করে রাজা একটি পোস্ট করেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন| ভালোবাসা দেবেন। মধুবনীর  কোল আলো করে একটি পুত্র সন্তান এসেছে’। এর পাশাপাশি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর এই ছবিটি শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আসলে ‘ভালোবাসা ডটকম’ সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের ওম-তোরার জুটিকে এখনো মনে রেখেছে দর্শক। সেই কারণে অভিনেত্রী জনপ্রিয়তা রয়েই গিয়েছে।

Madhubani Goswami Became Mother

এরপই সদ্যজাত ছেলের নাম ঠিক করে ফেলেছে মধুবনী ও রাজা। কৃষ্ণের নামের সাথে মিল রেখেই ছেলের নামকরণ করলেন দুজনে। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে কেশব (Keshav)। অভিনেত্রী নিজেই এই কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। নিজের ও ছেলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে জানিয়েছেন ছেলের নাম। যদিও ছবিতে ছেলের মুখ এমজি দিয়ে ঢেকে রেখেছেন মধুবনী। তবে, মা হওয়ার খুশি কিন্তু অভিনেত্রীর চোখ দেখলেই বোঝা যাচ্ছে।

ইতিমধ্যেই অভিনেত্রীর পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ২০ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে পোস্টটিতে। সাথে শুভেচ্ছায় ভোরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, প্রেগনেন্সির কথা জানানোর পর থেকেই মাঝে মধ্যেই নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করতেন মধুবনী। কখনো স্বামীর সাথে সোহাগপুর্ন ছবি তো কখনো একই বেবিবাম্প সহ ছবি শেয়ার করতেন সোশ্যাল মিডিয়াতে। যেগুলি শেয়ার হবার পরেই ভাইরাল হয়ে পড়ত।

site