• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিকিনির ফাঁকে স্পষ্ট বিভাজিকা, নাভি! মালদ্বীপে ছুটির মেজাজে জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর,শ্রীদেবী,জাহ্নবীর নাচের ভিডিও,খুশি কাপুর,বলিউড,নেটফ্লিক্স,Janhvi Kapoor,Sridevi,Janhvi kapoor dance video,Bollywood,Netflix,Cricket,Viral video,নাচ,Maldives,মালদ্বীপ

কেরিয়ার শুরু করেছিলেন ২০১৮ সালে। ইতিমধ্যেই ঝুলিতে ৩টি ছবি। কখনও ‘দুর্বল’ অভিনয়, কখনও ‘তারকা-সন্তান’ তকমার কারণে মিম-ট্রোলের খোরাক হয়েছেন। তবে এ সব কিছুই গা সওয়া হয়ে গিয়েছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূরের। এ ধরনের নিন্দা-সমালোচনাকে নিজের কাজের অংশ হিসেবে ধরে নিয়েছেন তিনি। কিন্তু সব কিছু কাটিয়ে দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন তিনি।

রুহির’ ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের নজর কাড়তে শুরু করেন জাহ্নবী (Jhanvi Kapoor)। সিনেমার ট্রেলারের পর এবার ‘নদীয়ো পার’-এ আইটেম নম্বরে কোমর দোলান শ্রীদেবী-কন্যা। জাহ্নবী কাপুরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।ইতিমধ্যেই ‘রুহি’র জন্য চূড়ান্ত প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জাহ্নবী কাপুর,শ্রীদেবী,জাহ্নবীর নাচের ভিডিও,খুশি কাপুর,বলিউড,নেটফ্লিক্স,Janhvi Kapoor,Sridevi,Janhvi kapoor dance video,Bollywood,Netflix,Cricket,Viral video,নাচ,Maldives,মালদ্বীপ

একসময় বলিউডে একচেটিয়া রাজ করেছেন শ্রীদেবী (Sridevi)। যেমন নাচ, তেমন অভিনয়, তেমন তার রূপ -সব মিলিয়ে বি-টাউনের সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম পাকা করেছিলেন শ্রীদেবী। দিয়েছেন একের পর এক হিট সিনেমা। এবার তারই যোগ্য কন্যা হিসেবে নিজেকে প্রমাণ করল জাহ্নবী কাপুর।

জাহ্নবী কাপুর,শ্রীদেবী,জাহ্নবীর নাচের ভিডিও,খুশি কাপুর,বলিউড,নেটফ্লিক্স,Janhvi Kapoor,Sridevi,Janhvi kapoor dance video,Bollywood,Netflix,Cricket,Viral video,নাচ,Maldives,মালদ্বীপ

সম্প্রতি কাজের থেকে একটু ছুট কারা নিয়ে মালদ্বীপের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন জাহ্নবী। আর সেখানে গিয়েই একেরপর এক ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। ফ্লোরাল সবুজ বিকিনিতে একেরপর এক ছবি শেয়ার করেন জাহ্নবী। সমুদ্র শহরে ছুটি কাটাতে গিয়ে পারফেক্ট ‘অ্যাইল্যান্ড গার্ল’ লুকে ধরা দেন জাহ্নবী।

জাহ্নবী কাপুর,শ্রীদেবী,জাহ্নবীর নাচের ভিডিও,খুশি কাপুর,বলিউড,নেটফ্লিক্স,Janhvi Kapoor,Sridevi,Janhvi kapoor dance video,Bollywood,Netflix,Cricket,Viral video,নাচ,Maldives,মালদ্বীপ

কদিন আগেই মনোকিনিতেও উষ্ণতা ছড়িয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছে, জাহ্নবী পরেছেন মেটালিক সুইমস্যুট। একাধিক ছবি শেয়ার করে জাহ্নবী ছবির বিবরণে লিখেছেন, ‘চিত্রাভ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥