গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা ব্যানার্জি ( Puja Banerjee) । করোনার জেরে পূজা কুণাল বার্মা ( Kunal Verma) ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি।
এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। এখন ছটফটে ছোট্ট খুদেকে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। প্রায়শই কৃশিবের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় পূজাকে।
অভিনয় থেকে বেশ কয়েকদিন দূরেই আছেন পূজা। কৃশিবকে বড় করে তুলছেন আদরে যত্নে। সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে, পথের একজন শিশুকেই কোলে তুলে নিয়েছেন পূজা। মাতৃ স্নেহে তাকে আদরও করছেন অভিনেত্রী।
ক্যাপশনে পূজা লিখেছেন, আমি বাচ্চা সবসময়ই ভালোবাসতাম, মা হওয়ার পর আমি সবখানেই শিশুদের দেখতে পাই।
অভিনেত্রীর কোলে উঠে খিলখিলিয়ে হাসতে দেখা গিয়েছে শিশুটিকেও। ঘিয়ে রঙের ব্লাউজ, আর হালকা কমলা শাড়িতে অভিনেত্রীকেও চিরন্তন বাঙালি মায়েদের মতোই দেখাচ্ছিল।