• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বপ্ন হল সত্যি! সাড়ে ৪কোটি টাকা দিয়ে ইতালি থেকে ল্যাম্বারগিনি কিনলেন কার্তিক

কার্তিক আরিয়ান,ল্যাম্বারগিনি,বলিউড,বিএমডব্লিউ,করোনা ভাইরাস,Kartik Aaryan,lamborghini,BMW,Bollywood,corona virus

ল্যাম্বারগিনি গাড়ির নাম উচ্চারণ করতেও বুক কাঁপে চরম উচ্চবৃত্তদেরও। কিন্তু সেই গাড়ি কিনেই ফেললেন অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনেতা বরুণ ধাওয়ানের সমসাময়িক কার্তিক আরিয়ান খুব অল্প দিনেই বলিউডে খুব শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন। বরাবরই যানবাহনের প্রতি আসক্তি রয়েছে কার্তিকের। এবার সাড়ে চার কোটি টাকা দিয়ে, খোদ ইতালি থেকেই কিনলেন ল্যাম্বারগিনি।

কার্তিক আরিয়ান,ল্যাম্বারগিনি,বলিউড,বিএমডব্লিউ,করোনা ভাইরাস,Kartik Aaryan,lamborghini,BMW,Bollywood,corona virus

অনেক দিনের স্বপ্ন সত্যি হল কার্তিকের। আর এছাড়া সাড়ে চার কোটি টাকা দিয়ে গাড়ি কেনার পরও বাড়তি ৫০ লাখ টাকা দিয়েছেন অভিনেতা কেবলমাত্র তার স্বপ্ন পূরণের জন্য। দীর্ঘ অপেক্ষার পর তার স্বপ্নের গাড়িটি তার পাশে দাঁড়িয়েছে।

কার্তিক আরিয়ান,ল্যাম্বারগিনি,বলিউড,বিএমডব্লিউ,করোনা ভাইরাস,Kartik Aaryan,lamborghini,BMW,Bollywood,corona virus

এছাড়াও তার কাছে রয়েছে বিলাসবহুল BMW গাড়ি, যা তিনি কিনেছিলেন ২০১৭ সালে। ২০১৯ সালে কার্তিক তার মাকে উপহার দিয়েছিলেন তার মায়ের প্রিয় মিনি কুপারের একটি দুর্দান্ত গাড়ি।

কার্তিক আরিয়ান,ল্যাম্বারগিনি,বলিউড,বিএমডব্লিউ,করোনা ভাইরাস,Kartik Aaryan,lamborghini,BMW,Bollywood,corona virus

স্বপ্ন দেখলে যে তা পূরণ করাও সম্ভব তা দেখিয়ে দিলেন কার্তিক আরিয়ান৷ অসংখ্য টানাপোড়েনের পর আজ তিনি বলিউডের সফল অভিনেতা। কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ, এত ঝড় ঝাপটার পর নিজের স্বপ্ন পূরণ করতে পেরে বেজায় খুশি অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥