ল্যাম্বারগিনি গাড়ির নাম উচ্চারণ করতেও বুক কাঁপে চরম উচ্চবৃত্তদেরও। কিন্তু সেই গাড়ি কিনেই ফেললেন অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনেতা বরুণ ধাওয়ানের সমসাময়িক কার্তিক আরিয়ান খুব অল্প দিনেই বলিউডে খুব শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন। বরাবরই যানবাহনের প্রতি আসক্তি রয়েছে কার্তিকের। এবার সাড়ে চার কোটি টাকা দিয়ে, খোদ ইতালি থেকেই কিনলেন ল্যাম্বারগিনি।
অনেক দিনের স্বপ্ন সত্যি হল কার্তিকের। আর এছাড়া সাড়ে চার কোটি টাকা দিয়ে গাড়ি কেনার পরও বাড়তি ৫০ লাখ টাকা দিয়েছেন অভিনেতা কেবলমাত্র তার স্বপ্ন পূরণের জন্য। দীর্ঘ অপেক্ষার পর তার স্বপ্নের গাড়িটি তার পাশে দাঁড়িয়েছে।
এছাড়াও তার কাছে রয়েছে বিলাসবহুল BMW গাড়ি, যা তিনি কিনেছিলেন ২০১৭ সালে। ২০১৯ সালে কার্তিক তার মাকে উপহার দিয়েছিলেন তার মায়ের প্রিয় মিনি কুপারের একটি দুর্দান্ত গাড়ি।
স্বপ্ন দেখলে যে তা পূরণ করাও সম্ভব তা দেখিয়ে দিলেন কার্তিক আরিয়ান৷ অসংখ্য টানাপোড়েনের পর আজ তিনি বলিউডের সফল অভিনেতা। কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ, এত ঝড় ঝাপটার পর নিজের স্বপ্ন পূরণ করতে পেরে বেজায় খুশি অভিনেতা।