• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেকোনো নায়িকাকেই হার মানাবে শাহিদ-পত্নী! বিকিনি,খোলা উরুতে উষ্ণতা ছড়ালেন মীরা রাজপুত

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের (Saahid Kapoor) স্ত্রী মীরা রাজপুত (Mira Rajput) লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করলেও বেশ কয়েকটি বি-টাউন পার্টিতে মীরাকে শাহিদের সঙ্গে দেখা গেছে। তাঁর লুক এবং ব্যক্তিত্ব হার মানাবে যেকোনো বলি অভিনেত্রীকেই।

অভিনয় থেকে কয়েক শো হাত দূরেই থাকেন মীরা রাজপুত, তবে শাহিদ পত্নীর ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় মীরার জনপ্রিয়তা রীতিমতো অন্যান্য অভিনেত্রীদের কাছে ঈর্ষনীয়।

সম্প্রতি তার একটি ছবি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্যুইম স্যুট বিকিনিতে সেজেছেন তারকা পত্নী, আর তার খোলা উরু বাড়তি উষ্ণতা ছড়ানোয় ঘাম ছুটেছে নেটবাসীর।

একাধিক সাক্ষাৎকারে মীরাকে তার বলিউড অভিষেকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘বলিউডে তার প্রবেশ নিষেধ, তিনি কখনোই অভিনয়ে নামবেন না’।

মীরা এবং শাহিদের বন্ধন প্রায়শই বলিউডের শিরোনামে থাকে এবং দুজনেই একে অপরের প্রতি তাদের অনুভূতি মাঝেমাঝেই প্রকাশ করে থাকেন। শাহিদ ও মীরা দুই সন্তানের বাবা-মাও।মাঝেমধ্যেই বিভিন্ন ফ্যাশন শো-তে নজর কাড়েন । আবার ছিপছিপে ফিগারে ঝড় তোলেন বিকিনিতেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥