টলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম রাজ চক্রবর্তী ও শুভশ্রী (Raj Chakraborty & Subhashree)। গত বছর মা হয়েছেন শুভশ্রী, আর জন্মের পর থেকেই আরো এক নতুন তারকা পেয়েছে নেটপাড়া। সেই তারকা তথা ছোট্ট অতিথি হল যুবান। একরত্তি যুবান জনপ্রিয়তার দিক থেকে শুরু থেকেই এক্কেবারে এগিয়ে রয়েছে। তার ছবি বা ভিডিও দিলেই হয় নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। বলতে গেলে জন্মের পর থেকেই তারকা পুত্র নয় বরং খুদে তারকা যুবান।
দেখতে দেখতে ছোট্ট যুবানের বয়স পেরিয়েছে ৬ মাস। আর ৬ মাস বয়সেই হয় অন্নপ্রাশন। কিছুদিন আগেই বেশ জাকজমকের সাথে হয়ে গেল ছোট্ট যুবানের অন্নপ্রাশন অনুষ্ঠান। লোকেদের উপস্থিতি কিছুটা কম হলেও বেশ এলাহী ভাবেই ছেলে যুবানের অন্নপ্রাশনের অনুষ্ঠান সেরেছেন রাজ-শুভশ্রী।
অন্নপ্রাশনের জন্য হলুদ রঙের ছোট্ট পাঞ্জাবি আর তার সাথে মানানসই ধুতি পরেছে যুবান। আর অন্নপ্রাশনের প্রথম ভাত যুবানের মুখে তুলে দিল যুবানের দাদু। দাদু মুখে অল্প একটু পায়েস দিতেই মুখ ঘুরিয়ে নিতে থাকে যুবান। পায়েস হয়তো পছন্দ হয়নি একরত্তির, তাই একবার এদিক তো একবার ওদিক মাথা ঘোরাতে থাকে সে। শেষে দাদুই রুমাল দিয়ে মুখ মুছিয়ে দেন। দাদুর কোলে বসে যুবানের ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
অন্নপ্রাশনের পরে পরেই পালিত হয় যুবানের ‘হাফ জন্মদিন’। ছয় মাসের জন্মদিনে যুবানের জন্য আনা হয়েছিল হাফ কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। কেকের উপর বড় বড় করে লেখা ছিল ‘yuvaan’s half birthday ‘। নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে যুবানের হাফ জন্মদিনের ছবি শেয়ার করতে দেখা যায় শুভশ্রীকে। যেখানে হাফ কেকের দিকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় যুবানকে। কেক সাজানো ছিল রঙবেরঙের কুকিজ দিয়েও।
সম্প্রতি মায়ের সাথে মূডেলিং সেরেছে ছোট্ট যুবান। মা ছেলের মডেলিংয়ের ছবি শেয়ার হতেই বেশ ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবার রবিবার সকাল হতেই ছুটির মুডে দেখা গেল ছোট্ট যুবানকে। সকাল সকাল মা বাবার সাথে খেলায় মেতেছে সে। বাবা ডাকছে যুবান যুবান। এদিকে ধপাস করে শুয়ে পড়ল যুবান। আসলে ভিডিওটি পুরোনো বর্তমানে ভোটার প্রচারের কাজের জন্য ব্যস্ত রয়েছেন রাজ্ চক্রবর্তী। তাই ছেলে যুবানকে মিস করছেন খুব।
View this post on Instagram
সেই কারণেই ছেলের ভিডিও শেয়ার করে তাকে মিস করার কথা জানান দিলেন পরিচালক। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৪০ হাজারের কাছাকাছি হয়ে গিয়েছে দর্শকের সংখ্যা। সাথে অসংখ্য ভক্তদের কমেন্টে ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স।