নুসরত জাহান (Nusrat Jahan) টলিউড (Tollywood) জগতের টপ অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ তিনি। ২০১১ সালে শত্রূ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ২০১৩তেই দেবের সাথে ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেন। ছবিতে অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পান নুসরত। তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এখন নুসরত মানেই পুরুষ হৃদয়ে চিনচিনে ব্যথা আর উষ্ণ ঢেউ। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়।
টলিউডে সেক্সি নায়িকাদের দৌড়ে প্রথমেই উঠে আসে নুসরত জাহান এর নাম। দেশি হোক আর ওয়েস্টার্ন সমস্ত পোশাকেই যেন মোহময়ী অবতারে পরিণত হন লাস্যময়ী নায়িকা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। তবে সাংসদ হয়েও কাজের ব্যস্ততা সামলে ছবি তথা ভিডিও শেয়ার করেন অনুগামীরদের সাথে। আর ছবি ভিডিও শেয়ার করেই অনুগামীদের বুকের ব্যাথা বাড়িয়ে তোলেন অভিনেত্রী। অভিনেত্রীর মারকাটারি ফিগারের সাথে আবেদনময়ী চাহনি রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।
ইতিমধ্যেই ভোট থেকে শুরু করে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ চর্চিত অভিনেত্রী। স্বামী নিখিলের সাথে সম্পর্ক ছিন্ন হতে বসেছেন অভিনেত্রীর, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় অভিনেত্রী। এদিকে সামনেই বিধানসভা ভোট, আর সংসদ হবার জেরে প্রচারের কাজে এখন ভীষণই ব্যস্ত নুসরত। তবে শুধুই কি প্রচার নাকি প্রচারের ফাঁকেও কিছুটা সাধারণ মানুষের মত কাজ কর্ম করছেন অভিনেত্রী। সম্প্রতি সংসদ অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।
ছবিতে সাত সকালে প্রচারে বেরিয়ে বাড়ির জন্য বাজার করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। হ্যাঁ ঠিকই দেখছেন, আসলে যে রাঁধে সে চুলও বাঁধে এই বলে একটা বাংলা প্রবাদ রয়েছে। অর্থাৎ মহিলা সবই করতে পারে। তা সে বিনোদনের পর্দায় দর্শকদের মন জিতে নেওয়া হোক, রাজনীতিতে সামলানো হোক বা ঘর সামলানো। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একেবারে বাঙালি পোশাকে শাড়ি পরেই বেড়িয়েছেন অভিনেত্রী। সাথে রয়েছে একটি বডিগার্ড।
এমন পোশাকেই প্রচারের জন্য বেরিয়েছিলেন হয়তো। প্রচারের ফাঁকেই বাড়ির রান্নার জন্য শাকসবজি বাজার করলেন অভিনেত্রী নিজের হাতেই। সেই সময়ই কেউ একজন অভিনেত্রীর এই বাজার করার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন। এরপর অভিনেত্রী নুসরতের ফ্যান ক্লাবের তরফে এই ছবিগুলি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে।