• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে বেবিবাম্প, দোলপূর্ণিমায় শ্রেয়া ঘোষালের ছবি ভাইরাল নেটপাড়ায়

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Sreya Ghoshal)। শুধু বাংলাতেই নয়, বাংলা থেকে শুরু করে হিন্দি গানে লক্ষ লক্ষ  মানুষের মন জয় করেছেন গায়িকা। এমনকি বাংলা হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। জানা যায় খুব অল্প বয়স থেকেই গানের জন্য প্রশিক্ষণ শুরু করেছিলেন শ্রেয়া। এরপর মাত্র ১৬ বছর বয়সেই ২০০০ সালে জি বাংলার বিখ্যাত রিয়ালিটি শো ‘সারেগামাপা’ তে অংশ নিয়ে জয়ী হন শ্রেয়া। এরপর থেকেই তার খ্যাতি ছড়িয়ে পরে চারিদিকে।

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal

   

আবার শ্রেয়া ঘোষালই একমাত্র এমন গায়িকা যার মোমের মূর্তি রয়েছে ম্যাডাম তুসো মিউজিয়ামে। নিজের গলার সুর দিয়ে গায়িকা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। তাই তো গায়িকার নাম উৎসর্গ রয়েছে একটি গোটা দিন। ২৬শে জুন হল শ্রেয়া ঘোষাল ডে। বাংলার এই মেয়ের ফেমাস হবার যাত্রা পথ শুরু হয়েছিল ‘সারেগামাপা’ থেকে। মাত্র ১৬ বছর বয়সেই সারাগামাপা চ্যাম্পিয়ান হয়েছিলেন শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal Love Story

সারেগামাপাতে জিতে বলিউডে প্লেব্যাকের সুযোগ পেয়ে জ্বিন শ্রেয়া। সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ ছবিতে গান গেয়েই শুরু হয় যাত্রা। যাত্রার প্রথমেই আসে দারুন সাফল্য, দেবদাস ছবিতে গান গেয়েই শ্রেয়ার ঝুলিতে আসে জাতীয় চলচিত্র পুরুস্কার  ও ফিল্মফেয়ার পুরস্কারের মত একাধিক পুরুস্কার। এরপর থেকে কেরিয়ার ও প্রেম একই সাথে সামলে এগিয়ে চলেন দীর্ঘ এক দশক। শেষে ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারী দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন।

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal

কিছুদিন আগেই ৩৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। আর তার সাথে সাথেই জানিয়েছেন আরো একটি খুশির খবর। মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল। ৬ বছর বিবাহিত জীবন কাটানোর পর শেষমেশ দুই থেকে তিন হতে চলেছেন গায়িকা। নিজেই একটি ছবি  শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে এই খুশির খবর জানিয়েছেন শ্রেয়া। একটি নীল রঙের পোশাকে বেবিবাম্প দেখিয়ে মা হবার কথা প্রকাশ্যে এনেছিলেন। পোস্টটি শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal

এরপর গর্ভবতী অবস্থাতেই নিজের মায়ের ৬০ বছরের জন্মদিন পালন করেছেন। সেই ছবিও ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি দোলপূর্ণিমার দিনে গায়িকা নিজের বেবিবাম্প সহ আরো কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেগুলি শেয়ার হবার পরমুহূর্ত থেকেই দুরন্ত বেগে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই ছবিগুলিতে লাইকের সংখ্যা ৭ লক্ষ পেরিয়ে গিয়েছে।

শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal

site