• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’এর পারিশ্রমিক ১০০ কোটি! বলিউডে ফিরতে বিশাল টাকার অঙ্ক হাঁকালেন শাহরুখ

অবশেষে রুপোলি পর্দায় ফিরছেন বলি-বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। প্রায় তিনবছর পর ইয়াশ রাজ ফিল্মস-এর (Yash Raj Films) ‘পাঠান’ (Pathan) ছবির হাত ধরে ফিরছেন কিং খান (King Khan)। যদিও এসআরকের (SRK) ফেরার খবরের থেকেও বড় গুঞ্জন দানা বেঁধেছে তাঁর পারিশ্রমিককে ঘিরে।

Shah Rukh Khan

   

চলচ্চিত্র সমালোচক (Film critic) উমাইর সান্ধুর (Umair Sandhu) সাম্প্রতিক ট্যুইটে (Tweet) শোরগোল পড়ে গেছে বলিমহলে (Bollywood)। ফিরতি ছবি ‘পাঠান’-এর জন্য নাকি প্রায় ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন শাহরুখ! পাঠানে কিং খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)।

Silver screen,রুপোলি পর্দা,বলিউড,Bollywood,SRK,কিং খান,Shahrukh Khan,শাহরুখ খান,King Khan,Pathan,পাঠান,Yash Raj Films,ইয়াশ রাজ ফিল্মস

সূত্রের খবর, এহেন বড় অঙ্কের পারিশ্রমিকের বলে বলি-বাদশাহ (Badshah) পিছনে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও ভাইজানকে (Salman Khan)। পাশাপাশি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে শাহরুখের গুরুত্ব যে আরও ঊর্ধ্বমুখী হল, তা বলাই বাহুল্য।

Silver screen,রুপোলি পর্দা,বলিউড,Bollywood,SRK,কিং খান,Shahrukh Khan,শাহরুখ খান,King Khan,Pathan,পাঠান,Yash Raj Films,ইয়াশ রাজ ফিল্মস

বলিউডের খবর অনুযায়ী, ‘পাঠান’-এর পরিচালকের ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। গত বছরের নভেম্বর থেকেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ। সূত্রের খবর, ইয়াশ রাজ ফিল্মস-এর এহেন বিগ বাজেট ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে (Cameo role) দেখা যাবে কিং খানকে। জানা যাচ্ছে, ছবির সুর পরিচালনার কাজ করছেন বিশাল দাদলানি (Vishal Dadlani) ও শেখর রাভজিয়ানী (Shekhar Ravjiani)।

পাঠান ক্রু-এর খবর অনুসারে, ২০০৯ সালের ইয়াশ রাজ ফিল্মসের ‘নিউ ইয়র্ক’ (New York) ছবির পর আবারও পাঠান-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। অন্যদিকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’-র (Zero) পর থেকে কিং খান অভিনীত ছবির সংখ্যাও ‘জিরো’! স্বাভাবিকভাবেই ‘পাঠান’-এর উপর যে নজর রয়েছে শাহরুখের ফ্যানমহলের, তা একবাক্যে মেনে নিচ্ছেন সকলেই।

site